বয়স বাড়লে জীবনের গতি কমে, কিন্তু প্রিয় পরশে মানসিক বার্ধক্য অনায়াসেই দূর করা যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব স্বাভাবিক নিয়মেই আজকের নবীন আগামিকাল প্রবীণ হবেন, তাই আজ থেকেই শহরের প্রবীণ জনগোষ্ঠীকে তাঁদের বাড়িতেই স্বাধীনভাবে এবং নিজস্ব শর্তে বেঁচে থাকার সুযোগ করে দিতে এগিয়ে এসেছে ইমোহা এল্ডারকেয়ার (Emoha Elderly Care Service)। তাদের উদ্যোগেই এবার কলকাতা দেশের প্রথম ‘হ্যাপি সিনিয়র সিটি’!
ইমোহা এল্ডারকেয়ার গত পাঁচ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রবীণদের জন্য বয়স কালে এক সুন্দর বাস্তুতন্ত্রের অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। বর্তমানে ১১০ টি শহরে মিলছে পরিষেবা। এবার কলকাতার উপকূলে এক বিশেষ সর্বজনীন ‘এল্ডারকেয়ার ইকোসিস্টেম’ নিয়ে এসেছে তারা। দেশের প্রায় সাত হাজারেরও বেশি প্রবীণদের যত্ন ও সেবার মাধ্যমে এক আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলেছে ইমোহা। কলকাতার প্রতিটি পাড়াতেও যাতে এই অনুভূতি হয় তাই এক বিশেষ মেম্বারশিপ প্ল্যানিং চালু করেছেন উদ্যোক্তারা। পনেরো টি স্থানীয় উদ্যোক্তার সঙ্গে অংশীদারীতে কলকাতার শহরের জন্য কী উপহার রয়েছে সেই আভাস দেয়ার লক্ষ্যে মাত্র ৫৯৯ টাকার এক বার্ষিক মেম্বারশিপ প্ল্যান চালু করছে। এটা বিশ্বাস হবে কলকাতা এবং পূর্ব ভারতের জন্যই তৈরি করা হয়েছে। শহরের প্রায় সব রবীন্দ্রাই যাতে আরো উন্নত জীবনযাত্রা উপভোগ করতে পারেন সেই কারণেই ইমোহার এই উদ্যোগ। কলকাতাকে ১৫ টা জোনে ভাগ করে বয়স্কদের বাসস্থানকে আরও নিরাপদ করে তোলার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনবে না সিঙ্গল বেঞ্চ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের