Wednesday, August 27, 2025

কংগ্রেসে বড় ধাক্কা, বিজেপিতে যোগ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

গত বছরই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। তবে লোকসভা ভোটে গেরুয়া ঝড়ের আশঙ্কায় নতুন ঘর ছেড়ে পুরানো ঘরে ফিরলেন তিনি। বৃহস্পতিবার ‘ঘর ওয়াপসি’ হল কর্ণাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টারের।

দক্ষিণের রাজ্যের অত্যন্ত প্রভাবশালী নেতা লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টার। গত বছরের এপ্রিল মাসে দলের উপর ‘অভিমানে’ কংগ্রেসে যোগ দেন তিনি। বিধানসভায় পছন্দের টিকিট না পেয়েই দল ছাড়েন প্রবীণ নেতা। অন্যদিকে কংগ্রস তাঁকে পছন্দের হুবলি-ধারওয়াদ কেন্দ্রের টিকিট দিয়েছিল, বরাবর ওই কেন্দ্রেই ভোটে লড়ে আসছিলেন তিনি। অবশেষে কংগ্রেস ছেড়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং তাঁর ছেলে রাজ্যে দলের প্রধান বি ওয়াই বিজয়েন্দ্রের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শেট্টার।

বিজেপিতে ফেরার কারণ হিসেবে জানান, নরেন্দ্র মোদিরই ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত, এই বিশ্বাসেই দলে ফিরেছেন। বিজেপিতে প্রত্যাবর্তনের পর শেট্টার জানান, “দল আমাকে অতীতে অনেক দায়িত্ব দিয়েছে। কিছু সমস্যার কারণে আমি কংগ্রেসে গিয়েছিলাম। গত আট-নয় মাসে অনেক আলোচনা হয়েছে। বিজেপি কর্মীরা আমাকে দলে ফিরতে বলেন।” শেট্টার আরও বলেন, “এমনকী ইয়েদুরাপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন আমি বিজেপিতে ফিরি। আমি এই বিশ্বাস নিয়ে দলে যোগ দিচ্ছি যে, নরেন্দ্র মোদিজিরই আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত।” অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি এই দাপুটে নেতার বিজেপি যোগ কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version