Thursday, November 6, 2025

২০২৪ সালের পদ্ম সম্মান ঘোষণা করা হলো। বাংলা থেকে ৪ গুণীজন পদ্মশ্রী (Padmashree Award 2024) পাচ্ছেন। এবছর প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল (Sanatan Rudra Pal)। দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতেই নয় নিজের সৃষ্টির মধ্যে অপূর্ব শৈল্পিক ছোঁয়া দিয়ে এক আলাদা পরিচয় তৈরি করেছেন শিল্পী। এর আগে ইউনেস্কোর সম্মানও পেয়েছেন তিনি। এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো তাঁকে। এবছরের পদ্ম পুরস্কারে পুরুলিয়ার জয়জয়কার। আদিবাসি পরিবেশকর্মী দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। তিনি সাইকেলে ঘুরে ঘুরে রুক্ষ মাটিতে গাছ পোঁতেন। এলাকার মানুষের কাছে পরিচিতি ‘গাছ দাদু’ বলে। দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা।

প্রত্যেক বছরের মত এ বছরও পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হলো। একাধিক বাঙালি গুণীজনের নাম প্রকাশ্যে এসেছে। পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। বীরভূমের এই শিল্পী প্রায় ৬০ বছর ধরে লোকসংগীত চর্চা করে চলেছেন। তার অন্যতম বিখ্যাত গান “বড়লোকের বিটি লো”। ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পে তাঁর অসামান্য অবদানের জন্য এ বছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। মাত্র আট বছর বয়সে মুখোশ শেখায় হাতেখড়ি হয় তাঁর। তিন পুরুষ ধরে তাঁরা মুখোশ তৈরি করছেন। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু ওয়ার্কশপে যোগ দিয়ে মুখোশ নির্মাণ শেখানোর কাজও করে চলেছেন। তবে পদ্মশ্রী তালিকায় অসমের পার্বতী বডুয়ার নাম সবচেয়ে উল্লেখযোগ্য। ভারতের প্রথম মহিলা মাহুত হিসেবে এই সম্মান পেলেন তিনি ।


Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...
Exit mobile version