Monday, August 25, 2025

২০২৪ সালের পদ্ম সম্মান ঘোষণা করা হলো। বাংলা থেকে ৪ গুণীজন পদ্মশ্রী (Padmashree Award 2024) পাচ্ছেন। এবছর প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল (Sanatan Rudra Pal)। দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতেই নয় নিজের সৃষ্টির মধ্যে অপূর্ব শৈল্পিক ছোঁয়া দিয়ে এক আলাদা পরিচয় তৈরি করেছেন শিল্পী। এর আগে ইউনেস্কোর সম্মানও পেয়েছেন তিনি। এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো তাঁকে। এবছরের পদ্ম পুরস্কারে পুরুলিয়ার জয়জয়কার। আদিবাসি পরিবেশকর্মী দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। তিনি সাইকেলে ঘুরে ঘুরে রুক্ষ মাটিতে গাছ পোঁতেন। এলাকার মানুষের কাছে পরিচিতি ‘গাছ দাদু’ বলে। দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা।

প্রত্যেক বছরের মত এ বছরও পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হলো। একাধিক বাঙালি গুণীজনের নাম প্রকাশ্যে এসেছে। পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। বীরভূমের এই শিল্পী প্রায় ৬০ বছর ধরে লোকসংগীত চর্চা করে চলেছেন। তার অন্যতম বিখ্যাত গান “বড়লোকের বিটি লো”। ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পে তাঁর অসামান্য অবদানের জন্য এ বছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। মাত্র আট বছর বয়সে মুখোশ শেখায় হাতেখড়ি হয় তাঁর। তিন পুরুষ ধরে তাঁরা মুখোশ তৈরি করছেন। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু ওয়ার্কশপে যোগ দিয়ে মুখোশ নির্মাণ শেখানোর কাজও করে চলেছেন। তবে পদ্মশ্রী তালিকায় অসমের পার্বতী বডুয়ার নাম সবচেয়ে উল্লেখযোগ্য। ভারতের প্রথম মহিলা মাহুত হিসেবে এই সম্মান পেলেন তিনি ।


Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...
Exit mobile version