Wednesday, May 7, 2025

২০২৪ সালের পদ্ম সম্মান ঘোষণা করা হলো। বাংলা থেকে ৪ গুণীজন পদ্মশ্রী (Padmashree Award 2024) পাচ্ছেন। এবছর প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল (Sanatan Rudra Pal)। দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতেই নয় নিজের সৃষ্টির মধ্যে অপূর্ব শৈল্পিক ছোঁয়া দিয়ে এক আলাদা পরিচয় তৈরি করেছেন শিল্পী। এর আগে ইউনেস্কোর সম্মানও পেয়েছেন তিনি। এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো তাঁকে। এবছরের পদ্ম পুরস্কারে পুরুলিয়ার জয়জয়কার। আদিবাসি পরিবেশকর্মী দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। তিনি সাইকেলে ঘুরে ঘুরে রুক্ষ মাটিতে গাছ পোঁতেন। এলাকার মানুষের কাছে পরিচিতি ‘গাছ দাদু’ বলে। দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা।

প্রত্যেক বছরের মত এ বছরও পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হলো। একাধিক বাঙালি গুণীজনের নাম প্রকাশ্যে এসেছে। পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। বীরভূমের এই শিল্পী প্রায় ৬০ বছর ধরে লোকসংগীত চর্চা করে চলেছেন। তার অন্যতম বিখ্যাত গান “বড়লোকের বিটি লো”। ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পে তাঁর অসামান্য অবদানের জন্য এ বছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। মাত্র আট বছর বয়সে মুখোশ শেখায় হাতেখড়ি হয় তাঁর। তিন পুরুষ ধরে তাঁরা মুখোশ তৈরি করছেন। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু ওয়ার্কশপে যোগ দিয়ে মুখোশ নির্মাণ শেখানোর কাজও করে চলেছেন। তবে পদ্মশ্রী তালিকায় অসমের পার্বতী বডুয়ার নাম সবচেয়ে উল্লেখযোগ্য। ভারতের প্রথম মহিলা মাহুত হিসেবে এই সম্মান পেলেন তিনি ।


Related articles

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...
Exit mobile version