Monday, November 10, 2025

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারতীয় নৌসেনার বড় আপডেট!

Date:

মালদ্বীপ বিতর্ক (India-Maldives Conflict) শুরু হওয়ার দিন থেকেই ভারতীয় সেনার (Indian Army) অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু আদৌ ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে দেশের নৌসেনার তরফে কিছু জানানো হয়নি। তবে এবার ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (R Hari Kumar) বৃহস্পতিবার এই সংক্রান্ত বড় আপডেট দিলেন। চলতি মা‌সেই চিন সফর থেকে ফিরে মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Maldives President Mohammed Muijju), নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে সময় নির্দিষ্ট করে দেন। কিন্তু এই ব্যাপারে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি বলেই ভারতীয় নৌসেনার (Indian Navy) তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই নিয়ে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও কোন রফাসূত্র বের হয়নি। মহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার আগেই জানিয়েছিল যে ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাদের সরতে হবে। তবে এ ব্যাপারে মোদি সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি।নৌবাহিনীর প্রধান জানান, সরকারের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোন স্থির সিদ্ধান্তে আসা যায়নি। উল্লেখ্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। এরপর দেশ জুড়ে মালদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয়। চাপের মুখে কিছুটা সুর নরম করে সে দেশের সরকার কিন্তু সম্প্রতি চিন সফর সেরে এসেই আক্রমণাত্মক মুইজ্জু।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version