Thursday, August 28, 2025

মাইথন জলাধার এলাকার সব ছোট ব্যবসায়ীদের এলাকা থেকে উঠে যাওয়ার নির্দেশ দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কর্তৃপক্ষ। এই নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার ব্যবসায়ীরা ডিভিসির মাইথন দফতরের সামনে বিক্ষোভ দেখাতে এলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করে সিআইএসএফ। পাল্টা সিআইএসএফ-এর তরফে দাবি করা হয় বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করায় লাঠিচার্জ করা হয়।

মাইথন জলাধার (Maithan dam) এলাকায় প্রায় ৪০ বছর ধরে প্রায় ৫০-৬০টি দোকান রয়েছে। গত তিনমাস ধরে সেই সব দোকানকে উঠে যাওয়ার বিজ্ঞপ্তি দিচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের দাবি তাঁরা বারবার এনিয়ে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু বৈঠকেরও অনুমতি দিচ্ছে না ডিভিসি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের প্রাক্তন বাম বিধায়ক অরূপ চ্যাটার্জীর নেতৃত্বে মাইথন ডিভিসি দফতরের সামনে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। অভিযোগ, দফতরের সামনে জমায়েত করতেই লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। আহত হন ৬ ব্যবসায়ী।

এরপরই পরিস্থিতি জটিল হয়ে যায়। বাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে পাল্টা ইটবৃষ্টি শুরু করে ব্যবসায়ীরা। সিআইএসএফ ও ডিভিসি কর্তৃপক্ষের দাবি বিক্ষোভকারীরা কর্মীদের ঢুকতে বাধা দিচ্ছিল। বিক্ষোভকারীরাই প্রথম ইট ছোঁড়ে বলে দাবি তাঁদের। যদিও সিআইএসএফ-এর পক্ষে কেউ ঘটনায় আহত হয়নি। আহত ব্যবসায়ীদের স্থানীয় বিপি নিয়োগী হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version