Sunday, November 2, 2025

বীরভূমের লোকশিল্পী রতন কাহার বরাবরই অভিমানী, এটাই যেন তাঁর পরিচয় হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার পদ্মশ্রী প্রাপকদের তালিকা প্রকাশ হওয়ার পর কিন্তু সেই অভিমানী নবতিপর রতন কাহারের মুখে শুধুই হাসি। নিজের শিল্প অন্যের নাম পরিবেশিত হওয়ার জ্বালা যেন প্রবীন লোকশিল্পী মেটালেন পদ্ম-সম্মান পেয়েই।

সাধারণতন্ত্র দিবসের আগে দেশের পদ্মশ্রী প্রাপকদের যে তালিকা প্রাপকদের প্রকাশ পায় নাম শিল্পী রতন কাহারের। এই নামের সঙ্গে অনেকটাই সমার্থক একটি গান – বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল। লোকশিল্পীর পরিচয় যে গান সেটাই একদিন চুরি হয়ে গিয়েছিল শ্রষ্টার কাছে থেকে। ১৯৭২ সালে এই গান বেঁধেছিলেন তৎকালীন যুবক রতন কাহার। তখন তিনি আকাশবাণীতে শিল্পী হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছিলেন।

এই গান নিয়ে গোল বাধে ১৯৭৬সালে, যখন তাঁরই সহকর্মী এবং একই শহরের বাসিন্দা শিল্পী স্বপ্না চক্রবর্তী বেতারে তাঁর এই গান গেয়ে ফেলেন। কিন্তু স্বপ্না চক্রবর্তী গানের শ্রষ্টাকে তাঁর স্বীকৃতি দেননি। তিনি বলেননি যে গানটি আসলে লোকশিল্পী রতন কাহারের লেখা। অভিমান হয়েছিল বীরভূমের লোকশিল্পীর। দীর্ঘদিন পরে তাঁর নাম প্রকাশ্যে এলেও শ্রষ্টা সেই অন্ধকারেই রয়ে গিয়েছিলেন।

১৬ বছর বয়স থেকে বীরভূমের লালমাটির পথে পায়ে হেঁটে হেঁটে লোকগান লিখতেন রতন কাহার। আধুনিক যুগে এসেও ব়্যাপার বাদশাহ তাঁর গান ‘গেন্দা ফুল’ গেয়ে প্রাথমিকভাবে রতন কাহারকে স্বীকৃতি দিতে ভুলে গিয়েছিলেন। পরে অবশ্য শুধু প্রকাশ্যে স্বীকৃতি দেওয়াই না, লোকশিল্পীকে আর্থিক সাহায্যও দিয়েছিলেন। শিল্পীর প্রতিভার স্বীকৃতি দিতেই এবার সেই রতন কাহারের হাতে উঠছে পদ্মশ্রী সম্মান।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version