Monday, August 25, 2025

আগামী সপ্তাহে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম চালু পর্যদের

Date:

হাতে গোনা আর এক সপ্তাহ বাকি মাধ্যমিক পরীক্ষার। তার আগেই ২৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে খুলে গেল কন্ট্রোল রুম। যেকোনও সমস্যা সমাধানের জন্য পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে থেকেই কন্ট্রোল রুম খুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জেলাভিত্তিক এই কন্ট্রোল রুমগুলো কাজ করবে। পরীক্ষার শেষদিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বেলা ৩টে পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কথা।

পরীক্ষা সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোল রুম নম্বরে। পরীক্ষার্থী, অভিভাবক, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের সুবিধার্থে এই ব্যবস্থা। এছাড়াও রাস্তায় পরীক্ষা দিতে আসার সময় যদি কেউ সমস্যায় পড়ে বা অসুস্থ হয়ে পড়েন পরীক্ষা চলাকালীন, তাহলে সেই যাবতীয় সমস্যা এই কন্ট্রোল রুমে ফোন করে জানানো যাবে।
কন্ট্রোল রুমে ফোন করার জন্য বেশ কিছু নম্বর দেওয়া হয়েছে। পর্ষদ সভাপতির অফিসের নম্বর: ০৩৩-২৩২১৩০৮৯ সচিবের দফতরের নম্বর: ০৩৩-২৩২১৩৮৩৬, বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুর আ়ঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৫২, উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৪৮, কলকাতার নম্বর: ৯১৪৭১৩৫৭৪৯। ইমেল করতে পারেন এই ঠিকানায় examwbbse@gmail.com।

এবছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে। সকাল ৯.৪৫ থেকে শুরু হবে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ। মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো সহ একাধিক নিয়ম বাধ্যতামূলক করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন- ইউপিএসসিতে সফল, ৩৩ জনের তালিকায় বীরভূমের দেবদূত

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version