আজ ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবসকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগল । এই দিনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্যারেড ষ। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।সাদা কালো টিভির জমানা থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন- এই পুরো যাত্রাটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে। আর এই শিল্প যাঁর সৃষ্টি তিনি শিল্পী বৃন্দা জাভেরি।

গত বছরও এই দিনে বিশেষ ডুডল সামলে এনেছিল গুগল। সেবার গুজরাতের শিল্পী পার্থ কোঠেকার বিশেষ কাগজ কেটে তৈরি করেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মুহূর্ত।