Saturday, August 23, 2025

“দেশবাসীর ভালবাসায় আমি ধন্য”, পদ্মভূষণে উচ্ছ্বসিত উষা উত্থুপ!

Date:

দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের (75th Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবছর পদ্মভূষণ (Padma bhushan Award) পেয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা উত্থুপ (Usha Uthup)। দেশের এই অনন্য সম্মানে আপ্লুত গায়িকা ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের। উষার কথায়, “আমি সবসময়ে বলি মুম্বই আমার জন্মস্থান হলেও কলকাতা আমার কর্মভূমি। আর আমি একজন সাচ্চা ভারতীয়।”

বৃহস্পতিবার সন্ধ্যায় এবছরের পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। পদ্মবিভূষণ পুরস্কারে বাংলার কেউ নেই। তবে পদ্মভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ ও সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর)। ‘ডিস্কো ক্যুইন’ উষা উত্থুপ পদ্ম সম্মান পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি বলছেন দেশ এবং দেশবাসী যখন কোন কাজকে স্বীকৃতি দেয় তার থেকে ভাল আর কিছু হতে পারে না। নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে শিল্পী বলেন, “আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি।এই অনুভূতি একেবারে আলাদা, কারণ আমি এখন মধ্যপথে। নাইটক্লাব দিয়ে গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করি, তারপর বলিউডেও গেয়েছি। এভাবে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।” পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতে আগত নবীন প্রজন্মের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এখানে আসাটা তো খুব সহজ, তবে টিকে থাকা কঠিন। ধীরে ধীরে ওঠার চেষ্টা করো। বিগত ৫৪ বছর ধরে কাজ করে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলেছি।” সকলকে নিজের কাজের প্রতি সৎ থাকার কথাও মনে করান তিনি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version