Monday, August 25, 2025

অধীরের আচরণে বিরক্ত তৃণমূল, ড্যামেজ কন্ট্রোলে নামল হাইকম্যান্ড

Date:

একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে চেয়েছিল তৃণমূল। তবে একা প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সব পরিকল্পনায় জল ঢেলেছেন। অধীরের আচরণে বিরক্ত তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে বাংলায় একাই লড়বে তাঁরা। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামল কংগ্রেস হাইকম্যান্ড। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য়। পাশাপাশি এদিন ন্যায় যাত্রার পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি স্মরণ করিয়ে দিলেন গান্ধী পরিবারের সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের বিষয়টিও। সব মিলিয়ে ‘ড্যামেজ কন্ট্রোলে’ কোনও খামতি রাখছে না কংগ্রেস হাইকম্যান্ড।

অধীরের আচরণে তৃণমূল নেত্রী কংগ্রেসের উপর ক্ষুব্ধ হলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ দুদিন আগেই দাবি করেন, তৃণমূলের সঙ্গে জোটের আসন সমঝোতার বিষয় নিয়ে তাঁরা আশাবাদী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ‘ইন্ডিয়া’ জোট তাঁরা ভাবতেই পারছেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সভাপতি খাড়গে। এরপর শনিবারও বাংলায় জোট সম্পর্কে মন্তব্য এসেছে হাত শিবিরের তরফে। জয়রাম রমেশ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে চান, সেটা কংগ্রেস এবং ইন্ডিয়া জোটেরও উদ্দেশ্য। এতে কোনও বিরোধিতার জায়গা নেই। কংগ্রেস চাইছে তৃণমূল সুপ্রিমো নিজে ভারত জোড়ো যাত্রায় অংশ নিন, তাঁকে আমন্ত্রণও জানান হয়েছে। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে তাঁকে ভীষণ শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

রমেশের পাশাপাশি রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিতে খাড়গে জানান, “ঘৃণা ও হিংসার বিরুদ্ধে ন্যায় ও ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে কন্যাকুমারী থেকে কাশ্মীরের পর দ্বিতীয় দফায় মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করছেন রাহুল গান্ধী। তাঁর এই কর্মসূচিতে ঘৃণ্য রাজনৈতিক হামলা চালানো হয়েছে প্রতিবেশী রাজ্য অসমে। যদিও আমাদের কর্মীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার মোকাবিলা করেছে। কিছুদিনের মধ্যেই এই যাত্রা বাংলার মধ্য দিয়ে যাবে। ফলে নিরাপত্তা ইস্যুতে যাতে কোনও সমস্যা না হয় সেটা প্রশাসনের তরফে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানানো হচ্ছে।” এর পাশাপাশি চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্যে বেশ কিছু জায়গায় এই যাত্রাকে নিশানা করা হয়েছে। রাজনৈতিক উস্কানিতেই এসব হচ্ছে বলে মমতাকে অভিযোগ করেছেন তিনি। এই প্রেক্ষিতে খাড়গে তৃণমূল সুপ্রিমোকে এও জানান, গান্ধী পরিবারের সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের বিষয়ে তিনি অবগত। তবে জোট জটে কংগ্রেস যে রীতিমতো বিপাকে তা স্পষ্ট হয়ে উঠেছে বিহারেও। ‘ইন্ডিয়া’ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের এনডিএ যোগের সম্ভাবনা তৈরি হতেই টালমাটাল বিহারের পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে হাইকম্যান্ড। সেখানে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের বরিষ্ঠ নেতা ভুপেশ বাঘেলকে। তিনি চেষ্টা করছেন নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করে ইন্ডিয়া জোটে ফেরানোর।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version