Wednesday, May 7, 2025

আগামিকাল সুপার কাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং ওড়িশা এফসি। ২০১৮ সালের পর আবার সুপার কাপের ফাইনাল খেলতে চলেছে ইস্টবেঙ্গল। মহানদীর তীরে রবিবার ট্রফির লড়াইয়ে লাল-হলুদের শেষ বাধা সার্জিও লোবেরার ওড়িশা এফসি। ফাইনালে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল। এশিয়ান কাপ খেলে ফিরে শুক্রবারই ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দিয়েছেন উইঙ্গার নাওরেম মহেশ সিং ও সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গা। কার্ড সমস্যায় সেমিফাইনাল খেলতে পারেননি মাঝমাঠের ভরসা বোরহা হেরেরা। তিনিও ফিরছেন ফাইনালে।

মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও মোহনবাগানের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল লাল-হলুদের। এবার আরও একটা সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ট্রফি ঢোকেনি। ভুবনেশ্বরে শত্রুর ডেরায় ফাইনাল খেলতে হলেও ট্রফির খরা কাটিয়েই কলকাতায় ফিরতে চায় কার্লোস কুয়াদ্রাতের দল।

খারাপ সময় কাটিয়ে ইস্টবেঙ্গল আবার স্বমহিমায়। লাল-হলুদ সমর্থকদের কাছে মসিহা কোচ কুয়াদ্রাত। তাঁদের বিশ্বাস, স্প্যানিশ কোচের দর্শনই আবার ইস্টবেঙ্গলকে পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে।সুপার কাপে জয়ের পাশাপাশি গত দু’বছরের দুঃস্বপ্ন ভুলে আইএসএলের প্লে-অফেও প্রিয় দলকে দেখতে চান তাঁরা।

এদিকে সুপার কাপ ফাইনালের আগে ওড়িশা দারুণ ছন্দে। শেষ ১৫ ম্যাচ অপরাজিত তারা। ইস্টবেঙ্গলও শেষ ৯ ম্যাচ অপরাজিত। শুক্রবার অনুশীলনে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের থামানোর মহড়ায় ব্যস্ত থাকেন ইস্টবেঙ্গল কোচ। হিজাজি মাহের, নিশু কুমারদেরও বুঝিয়ে দেন দায়িত্ব। ক্লেটন সিলভা সেমিফাইনালে পেনাল্টি মিস করলেও লাল-হলুদ কোচ জানিয়ে দিয়েছেন, ফাইনালে পেনাল্টি পেলে ক্লেটনই মারবে।

আরও পড়ুন- বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-মনোজের


Related articles

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...
Exit mobile version