Tuesday, November 11, 2025

উত্তরপ্রদেশে মাত্র ১১ আসন ছাড়তে রাজি সপা, নারাজ কংগ্রেস

Date:

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে মাত্র ১১ টি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার সপা প্রধান জানান, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে উত্তরপ্রদেশে ১১ টি আসন ছাড়া হবে তাঁদের তরফে। তবে সূত্রের খবর, এই সমীকরণে একেবারেই রাজি নয় কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অখিলেশ যাদবের, কংগ্রেসের নয়।

উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা আসন রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ও আপনা দল(এস)-এর জোট এখানে ৮০ টি আসনের মধ্যে ৬২টি আসন জিতেছিল, এসপি-বিএসপি জোট ১৫ টি আসন জিতেছিল এবং কংগ্রেস শুধুমাত্র একটি আসন জিতেছিল। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল এই রাজ্যে তাঁরা ৫০ টি আসনে লড়াই করতে চায়। তবে এবার সপার সঙ্গে জোটের লড়াইয়ে আসন রফায় কংগ্রেস সন্তুষ্ট না হওয়ায় সপার তরফে জানানো হয়েছে, সপার তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র। যদি কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা দেওয়া হলে তা বিবেচনা করে আসন সংখ্যা বাড়াতে রাজি রয়েছে সমাজবাদী পার্টি।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবার অখিলেশ যাদব ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। এবং জানিয়েছেন, জোট সঙ্গীদের সঙ্গে কোনওরকম আলোচনা না করা ও জোটের কার্যকলাপে কংগ্রেসের অনীহা প্রকাশের জন্যই এই ফাটল তৈরি হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই আসন রফা নিয়ে মতান্তর তৈরি হল সপা ও কংগ্রেসের মধ্যে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version