Wednesday, August 20, 2025

‘আত্মীয়তায় সীমাবদ্ধ’, ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্পর্কে খোলামেলা নারায়ণ মূর্তি

Date:

‘আন্তরিক ব্যক্তিগত আত্মীয়তায় সীমাবদ্ধ’। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে সম্পর্কের বিষয়ে এমনটাই জানালেন শ্বশুরমশাই ইনফোসিস (INFOSYS) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ব্রিটেনের রাজনৈতিক বিষয়গুলিতে কোনওভাবেই মাথা গলানো থেকে দূরে থাকার কথাও জানান বর্ষীয়ান বিলিয়নিয়ার। পাশাপাশি নিজেও রাজনীতি থেকে যে দূরেই থাকতে চান স্বীকার করলেন নারায়ণ মূর্তি (Narayana Murthy)।

২০০৯ সালে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তনয়া অক্ষতা মূর্তির সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন ঋষি সুনক। ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ইনফোসিস কর্ণধারের সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়টি ঘটা করে প্রচারের আলোয় আসে। সম্প্রতি ব্রিটেনের বিরোধী দলের সমালোচনার মুখে বিভিন্ন কারণে পড়তে হয়েছে ঋষি সুনককে। সেই সমালোচনার শিকার হয়েছেন স্ত্রী অক্ষতাও। বিরোধীরা ঋষি ও অক্ষতার যৌথ বাণিজ্যিক সংস্থাকে ইনফোসিস মদতপুষ্ট বলে দাবি করেছে।

তবে ইনফোসিস কর্তার দাবি, তাঁদের মধ্যে ভীষণই নিবিড়, আন্তরিক, ভালবাসার (affectionate) ব্যক্তিগত সম্পর্ক। আর সেই পর্যন্তই সম্পর্ক সীমাবদ্ধ। তার অতিরিক্ত বিষয়ে উভয়ের মধ্যে সম্পর্কের বিস্তার নেই। সেই সঙ্গে তিনি জানান, ব্রিটেনের বাসিন্দা হিসাবে সে দেশের রাজনৈতিক কোনও বিষয়ে উক্তি করা তাঁর পক্ষে অসম্মানজনক। তাই রাজনৈতিক বিষয়ে তিনি কোনও বক্তব্য পেশ থেকে সবসময় বিরত থাকেন।

স্বামীর মতো একই মতামত পোষণ করেন স্ত্রী সুধা মূর্তিও। তবে সমালোচনার মুখে কন্যা অক্ষতাকে শক্ত থাকার শিক্ষাও তিনি দেন। কঠিন সময়ে তিনি মেয়েকে শিখিয়েছেন নীতি ও আইন বজায় রেখে নিজের কর্ম করে যেতে। অন্যের বক্তব্য সাময়িকভাবে প্রভাবিত করলেও ধীরে ধীরে সেই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি নিজে সঠিক পথে থাকা যায়। নিজের কাজের জন্য শিখণ্ডি হিসাবে কাউকে প্রয়োজন নেই, ঈশ্বর সবার কাজের বিচার করছেন।

Related articles

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...
Exit mobile version