Monday, November 3, 2025

“মৃ.ত্যুবরণ করলেও বিজেপির সঙ্গে জোট নয়’’: পাল্টিবাজির মধ্যেই ভা.ইরাল নীতীশের পুরনো ভিডিও

Date:

রবিবার সকালেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) পদ থেকে ইস্তফা (Resign) দিয়েছেন। সূত্রের খবর, এদিন বিকেলেই এনডিএ (NDA) শিবিরে যোগ দিয়ে বিজেপির সমর্থনে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। ইতিমধ্যে রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ভাঙার কথা জানিয়ে এসেছেন জেডিইউ (JDU) প্রধান। আর তারপরই নতুন করে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নীতীশ। এমন আবহে নীতীশের একটি পুরনো ভিডিয়ো নতুন করে প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিওকে কেন্দ্র করেই বিরোধীদের অভিযোগ, নীতীশ যে ‘পাল্টিবাজ’ একথা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসতেই বেকায়দায় পড়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে নীতীশকে প্রশ্ন করা হয়, ফের তিনি বিজেপিতে যোগ দেবেন কি না। বিহারের মুখ্যমন্ত্রীর জবাব ছিল, ‘‘প্রশ্নই ওঠে না!’’ ২০২২ সালের অগাস্ট মাসে শেষবার এনডিএ ছেড়েছিলেন নীতীশ। আর ভিডিয়োটি ২০২৩ সালের জানুয়ারি মাসের। তাতে দেখা গেছে, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করছেন, আরজেডি এবং কংগ্রেসের হাত ছেড়ে আবার কি বিজেপির জোট সঙ্গী হবেন তিনি? উত্তরে নীতীশ জানিয়েছিলেন, ‘‘প্রশ্নই ওঠে না! মৃত্যু বরণ করব, তবু ওদের সঙ্গে জোট করব না।’’ পাশাপাশি জেডিইউ সুপ্রিমোকে আরও বলতে শোনা যায় বিজেপির সঙ্গে জোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তবে এখানেই থেমে থাকেননি নীতীশ। তিনি আরও জানিয়েছিলেন, ‘‘বিজেপি অনেক চেষ্টা করেছে আমাকে দলে টানার জন্য।

তবে শুধু নীতীশ বললে ভুল হবে, বিজেপির তরফেও নীতীশের সঙ্গে আগামীদিনে জোট বাধার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচন সামনে আসতেই নিজেদের আখের গোছাতে ফের একে অপরের দ্বারস্থ নীতীশ ও গেরুয়া শিবির। এদিকে গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজমুখে বলেছিলেন, নীতীশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও নীতীশ যে বড় ফ্যাক্টর সেকথা মুখে না মানলেও ফের নীতীশের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি।

 

 

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version