Monday, November 3, 2025

“মৃ.ত্যুবরণ করলেও বিজেপির সঙ্গে জোট নয়’’: পাল্টিবাজির মধ্যেই ভা.ইরাল নীতীশের পুরনো ভিডিও

Date:

রবিবার সকালেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) পদ থেকে ইস্তফা (Resign) দিয়েছেন। সূত্রের খবর, এদিন বিকেলেই এনডিএ (NDA) শিবিরে যোগ দিয়ে বিজেপির সমর্থনে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। ইতিমধ্যে রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ভাঙার কথা জানিয়ে এসেছেন জেডিইউ (JDU) প্রধান। আর তারপরই নতুন করে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নীতীশ। এমন আবহে নীতীশের একটি পুরনো ভিডিয়ো নতুন করে প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিওকে কেন্দ্র করেই বিরোধীদের অভিযোগ, নীতীশ যে ‘পাল্টিবাজ’ একথা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসতেই বেকায়দায় পড়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে নীতীশকে প্রশ্ন করা হয়, ফের তিনি বিজেপিতে যোগ দেবেন কি না। বিহারের মুখ্যমন্ত্রীর জবাব ছিল, ‘‘প্রশ্নই ওঠে না!’’ ২০২২ সালের অগাস্ট মাসে শেষবার এনডিএ ছেড়েছিলেন নীতীশ। আর ভিডিয়োটি ২০২৩ সালের জানুয়ারি মাসের। তাতে দেখা গেছে, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করছেন, আরজেডি এবং কংগ্রেসের হাত ছেড়ে আবার কি বিজেপির জোট সঙ্গী হবেন তিনি? উত্তরে নীতীশ জানিয়েছিলেন, ‘‘প্রশ্নই ওঠে না! মৃত্যু বরণ করব, তবু ওদের সঙ্গে জোট করব না।’’ পাশাপাশি জেডিইউ সুপ্রিমোকে আরও বলতে শোনা যায় বিজেপির সঙ্গে জোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তবে এখানেই থেমে থাকেননি নীতীশ। তিনি আরও জানিয়েছিলেন, ‘‘বিজেপি অনেক চেষ্টা করেছে আমাকে দলে টানার জন্য।

তবে শুধু নীতীশ বললে ভুল হবে, বিজেপির তরফেও নীতীশের সঙ্গে আগামীদিনে জোট বাধার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচন সামনে আসতেই নিজেদের আখের গোছাতে ফের একে অপরের দ্বারস্থ নীতীশ ও গেরুয়া শিবির। এদিকে গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজমুখে বলেছিলেন, নীতীশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও নীতীশ যে বড় ফ্যাক্টর সেকথা মুখে না মানলেও ফের নীতীশের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি।

 

 

 

Related articles

আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘রিলায়্যান্স...

হরমনপ্রীতদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি! বোর্ডের সংবর্ধনাতেও থাকছে চমক?

রবিবার রাতে মুম্বইয়ে প্রথমবার বিশ্বকাপ( ICC Women's World Cup 2025) জিতেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আনন্দে ভাসছে...

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...
Exit mobile version