Tuesday, November 11, 2025

পদের লোভ দেখিয়ে ধর্ষণ বিজেপি নেতার, আত্মঘাতী বিজেপি নেত্রী

Date:

পদের লোভ দেখিয়ে বিজেপি নেত্রীকে দিনের পর দিন ধর্ষণ বিজেপি নেতার। দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় অপমানে আত্মঘাতী হলেন বিজেপি নেত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখীতে।

জানা গিয়েছে, যে বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার  হেভিওয়েট গেরুয়া নেতা তরুণ সামন্ত। অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে ২৪ জানুয়ারি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পরিবারের অভিযোগ, ২০২২ সালের পুরভোটের সময় তাঁর স্ত্রী দলের প্রার্থীও হয়েছিলেন সোনামুখী পুরসভার একটি ওয়ার্ডে। মৃতার স্বামী অভিযোগ, তখনই ওই বিজেপি নেতার সঙ্গে তাঁর স্ত্রীর পরিচয় হয়। অভিযুক্ত বিজেপি নেতা দলের তরফে অন্যত্র পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। তারপরও তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই তিনি দলের শীর্ষ নেতাদের ম্যানেজ করে তাঁদের ওয়ার্ডের দায়িত্ব নেন। ওই সময় থেকেই তাঁর স্ত্রীকে দলের উঁচু পদে বসানোর লোভ দেখিয়ে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত বিজেপি নেতা। তার জেরেই বিষ্ণুপুরে মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে প্রায়শই ওই মহিলা বিজেপি নেত্রীকে ধর্ষণ করেন অভিযুক্ত নেতা। মোবাইলে তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়। তখন গোটা বিষয়টি ওই নেত্রী তাঁর স্বামীকে জানানোর পাশাপাশি সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনার পর অভিযুক্ত বিজেপি নেতা ওই বিজেপি নেত্রীকে হুমকি দেওয়ার পাশাপাশি মহিলার নগ্ন ভিডিও ও ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। বিজেপি নেতার লাগাতার হুমকিতে আতঙ্কিত বিজেপি নেত্রী গত ২৩ জানুয়ারি নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিজেপি নেতার এহেন কাণ্ডে মুখ পুড়েছে রাজ্য গেরুয়া শিবিরের।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version