Monday, August 25, 2025

রবিবারের ‘মন কি বাত’ জুড়ে সংবিধান আর রামমন্দিরের ইতিহাস!

Date:

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)’মন কি বাত'(Maan ki Baat) রেডিও অনুষ্ঠানে শুরু থেকেই উঠে এল রামলালা আর রামমন্দির (Ram Mandir)প্রসঙ্গ। বেতার অনুষ্ঠানের ১০৯ তম পর্বে ভারতের প্রধানমন্ত্রী অযোধ্যার রামমন্দিরের সঙ্গে জুড়লেন সংবিধানের (Indian ConsTitution)প্রসঙ্গ। এমনকি সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত বলে দাবি নরেন্দ্র মোদির। পাশাপাশি ভারতীয় ক্রীড়াক্ষেত্র থেকে আয়ুর্দেব চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে কথা বললেন মোদি। শুধু দেশের মানুষের কর্মসংস্থানের বিষয়টি সযত্নে এড়িয়ে গেলেন।

আজ মোদির ‘মন কি বাত’ এর ১০ বছরের পূর্তি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের পরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেইদিকে আগ্রহ ছিল সকলেরই। এদিন শুরুতেই সংবিধানের প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটি ভাগে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। এরপরই রামমন্দিরের প্রাসঙ্গিকতা জুড়ে দেন সংবিধানের সঙ্গে। তিনি বলেন, সংবিধান রচয়িতারা তৃতীয় খণ্ডটির শুরুটা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে এদিন দাবি করেন মোদি। ধর্মের ধ্বজা ধরে এরপর প্রধানমন্ত্রীর বক্তব্য চলতে থাকে। রামমন্দির প্রতিষ্ঠার মুহূর্ত থেকে আয়োজন সবটার সঙ্গেই মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়েছে বলে জানান তিনি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে দেশের প্রমীলা বাহিনীর কুচকাওয়াজের কথা উল্লেখ করে ভারতের নারী শক্তির জাগরণকে কুর্নিশ জানান দেশের প্রধানমন্ত্রী। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়েই এদিন বিশেষ বার্তা দেন তিনি। আয়ুর্বেদ চিকিৎসার প্রতি জোর দেওয়ার পাশাপাশি অঙ্গদানের গুরুত্বও বোঝান ‘মন কি বাত’ অনুষ্ঠানে।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version