Monday, May 5, 2025

তিন বছরের লড়াই শেষ, শ্রীলার মৃত্যুতে স্মৃতিচারণায় টলিউড!

Date:

Share post:

৬৫ বছর বয়সে বিদায় নিয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumder)। শনিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিন বছর ধরে কর্কট রোগের সঙ্গে লড়াই করে অবশেষে থামলেন অভিনেত্রী। মৃণাল সেনের ‘মানসকন্যা’ চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন। কিন্তু তাঁর মৃত্যু মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)। শনিবার সন্ধ্যায় টুইট করে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “শনিবার বিকেলে অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবর শুনে শোকাহত। শ্রীলা বিশিষ্ট এবং দক্ষ অভিনেত্রী ছিলেন, যিনি বহু ভারতীয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। বাংলা ছবির জগতের জন্য এটা বড় ক্ষতি। ওঁর নক্ষত্রসুলভ উপস্থিতির অভাব অনুভূত হবে। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।”

শ্রীলা মজুমদারকে নিজের দিদি বলেই মানতেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি জানান, কঠিন সময়ে সর্বদা এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন অভিনেত্রী। “আমি ভাবতে পারছি না যে, দিদি এই কথাগুলো আর আমায় বলবেন না”, বলছেন ঋতুপর্ণা।

১৬ বছরের কিশোরী শ্রীলার অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল ১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির মাধ্যমে। শেষ বার কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)পরিচালিত ‘পালান’ সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি বলছেন, সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ ছিল । কিন্তু একবারও সেই কথা প্রকাশ্যে আনেনি। এমনকি এত বড় একটা রোগের যন্ত্রণা বয়ে চলেছেন তা কোনদিনও বুঝতে দেননি শ্রীলা মজুমদার। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, “শ্রীলাদি যে অসুস্থ সেটা আমরা জানতামই না। তিনি নিজেও কখনও জানতে দেননি।কখনও বিশ্রাম চাননি। বাকি সকলের সঙ্গে একটানা কাজ করে গিয়েছেন। মারণরোগ শরীরে নিয়ে কী ভাবে তিনি বিনাবাক্যব্যয়ে সবটা করেছেন, সেটা এখন ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।”

শুধু কৌশিক নন, বাংলা ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা – পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutta)বলছেন,” ভারতীয় পর্দায় ঝড় তুলেছিল শ্রীলা।”বেশ কিছু সিনেমায় অঞ্জন তাঁর সহ-অভিনেতা হিসাবে কাজ করেছেন। মারণরোগের সঙ্গে শ্রীলার এই লড়াই প্রসঙ্গে অঞ্জন লিখছেন, “শ্রীলা কখনও আমাকে বলেনি। এই লড়াই করার জন্য আমি ওর সাহসের প্রশংসা করি। আমি শ্রীলাকে স্যালুট করি, ওর বিরল সাহসিকতার জন্য।”


spot_img
spot_img

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...