Sunday, May 4, 2025

রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে সরকারি স্বীকৃতি, কোচবিহারে মাস্টারস্টোক মুখ্যমন্ত্রীর

Date:

রাজবংশী সম্প্রদায়ের বহুদিনের দাবি মেনে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি। সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের প্রশাসনিক সভা থেকে মাস্টারস্টোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইতিমধ্যেই প্রাথমিক স্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিন, কোচবিহারের প্রশাসনিক সভা থেকে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার মধ্যে বেশিরভাগ স্কুলই রয়েছে কোচবিহার জেলায়। ইতিমধ্যেই প্রাথমিকস্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন এই দাবি ছিল। কিন্তু বামফ্রন্ট সরকার তা পূরণ করেনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তাঁকে কৃতজ্ঞতা জানান রাজবংশী সম্প্রদায়ের বংশীবদন বর্মণ।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমি একটা বড় কাজ করলাম। রাজবংশী অনেকগুলি কোচবিহারের স্কুল ছিল সেগুলি সরকারি বেতন পেত না। নিজেদের মতো করে তারা চালাত। তারা কোনA সুযোগ পেত না। আমি আজ এই অনুষ্ঠান থেকে ২১০ টা রাজবংশী স্কুলকে সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। স্কুলের মাস্টারমশাই বেতন পাবেন এবং ছাত্রছাত্রীরা সব সুযোগ সুবিধা পাবেন। এই কাজ কেউ করতে পারিনি, করে দিয়ে গেছি। নারায়ণী ব্যাটেলিয়ন আপনারা চেয়েছিলেন কেন্দ্র করেনি আমি করে দিয়েছি।“ হাততালিতে ফেটে পড়ে রাসমেলা ময়দান।

পাশাপাশি, আর্জি মেনে নওশাদ শেখ ডেভালাপমেন্ট বোর্ডের স্থায়ী অফিস করে দেওয়া হবে। একই সঙ্গে তাদের প্রেসিডেন্স, ভাইস প্রেসিডেন্স নির্বাচন হবে। তাদের কাজের সুবিধার জন্য একটি গাড়িও দেওয়া হবে।

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version