Thursday, August 21, 2025

“আমি একজন হেরো”, বাবা-মাকে চিঠি লিখে কোটায় ফের আত্মহত্যা ছাত্রীর

Date:

কোটায় ফের আত্মহত্যা! পরীক্ষার ২ দিন বাকি থাকতেই আত্মহত্যা করল এক ছাত্রী। মৃত্যুর আগে বাবা-মার উদ্দেশ্যে এক চিঠি লিখে রেখে গেছেন ১৮ বছর বয়সী ওই ছাত্রী। যাতে লেখা, “মা-বাবা, আমি জয়েন্ট এন্ট্রান্স দিতে পারলাম না। আমি একজন হেরো। আমি সবচেয়ে খারাপ কন্যা। দুঃখিত মা-বাবা। এটাই শেষ রাস্তা ছিল।”

জানা গিয়েছে, নীহারিকা নামে ওই পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোটা শিক্ষানগরী এলাকায় ঘরভাড়া নিয়ে ছিলেন তিনি। সেই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। ৩১ জানুয়ারি পরীক্ষা ছিল তাঁর। তবে সেই পরীক্ষার জন্য অপেক্ষা করেনি সে। তার আগেই নিল চরম পদক্ষেপ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পড়াশোনার চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নীহারিকা। ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁর সহপাঠীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। চলতি মাসে এই নিয়ে কোটায় আত্মহত্যা করলেন ২ পড়ুয়া। গত ২৩ জানুয়ারি কোটায় আত্মহত্যা করেছিলেন উত্তরপ্রদেশের এক ছাত্র।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় কোচিং নেন হাজার হাজার ছাত্র- ছাত্রী। কিন্তু প্রতি বছরেই একাধিক পড়ুয়া আত্মহত্যা করেন সেখানে, যা রীতিমতো উদ্বেগজনক। ২০২৩ সালে কোটায় ২৯ জন ছাত্র- ছাত্রী আত্মহত্যা করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। সেখানে উল্লেখযোগ্য ছিল ১৮ বছরের নীচে কাউকে কোচিংয়ে ভর্তি করা যাবে না। রাজস্থান সরকারের তরফে পড়ুয়াদের উপর মানসিক চাপ কমানোর জন্য কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন পদক্ষেপ করার কথা বলা হয়। যদিও তাতে লাভ বিশেষ কিছু হয়নি।

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...
Exit mobile version