Sunday, May 4, 2025

বাংলার বকেয়া না দিলে, ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন: হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Date:

পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময়। তার মধ্যে বাংলার বকেয়া না দিলে, তিনি নিজে ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন। সোমবার, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিলেন মমতা। এবার নিজের অবস্থান সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলার বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি গিয়ে আন্দোলন সংগঠিত করেছেন অভিষেক। প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন মমতা, অভিষেক ও ৯জন তৃণমূল সাংসদ। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এদিন, মুখ্যমন্ত্রী বলেন, “১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। সাত দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থাকবে এটা হবে না। এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। ১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র সময়ের মধ্যে টাকা না দিলে তিনি ১০০ দিনের বঞ্চিতদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। রাজ্যের সাড়ে ১১ লক্ষ আবাস যোজনার বঞ্চিত প্রাপকদের নিয়েও বৈঠক করবেন। এদিন নাম না করে মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশনের আগে বলবে, এই তো আমি দিলাম। যেন জমিদারির টাকা দিচ্ছে। মেয়েরা কাপড় কিনতে গেলেও জিএসটি দিতে হচ্ছে। বই কিনতেও জিএসটি। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছো আর আমার ভাগটা দিচ্ছো না। একশো দিনের কাজের টাকা দেয় না। আমি তিন থেকে চার বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বাংলা আবাস যোজনা। আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকাও জিএসটি দিয়ে তুলে নিয়ে যায়। এখন সেটাও বন্ধ। পথশ্রীতে ১২ হাজার রাস্তা করেছি। আরও ১২ হাজার গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। রাজ্য জুড়ে বাংলার সহায়তা কেন্দ্র চলছে। কারোর কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা হয়, তাহলে ১২ তারিখ পর্যন্ত স্টেশনে আধিকারিকরা থাকছেন। পঞ্চায়েত প্রধান, বিডিও থাকবেন।“


Related articles

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...
Exit mobile version