Saturday, December 6, 2025

সতীর্থ অভিজিতের নাম না করে বিচারপতি সৌমেন সেন কটাক্ষের সুরে কী বললেন!

Date:

Share post:

অবশেষে মুখ খুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। আর মুখ খুলেই নাম না করে কটাক্ষ করলেন সতীর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতি সেনের মন্তব্য, সংবাদ মাধ্যমে মন্তব্য করার অধিকার সকলের রয়েছে। কিন্তু বিচারপতির শুধু নির্দেশ দেওয়ার অধিকার রয়েছে। দুই বিচারপতির দ্বন্দ্ব নিয়ে প্রধান বিচারপতিও মুখ খুলে বলেন, যা ঘটেছে তা অনভিপ্রেত। আমি লজ্জিত। এই ধরনের ঘটনায় দীর্ঘমেয়াদি ছাপ পড়ে।

মঙ্গলবার উচ্চ প্রাথমিকের একটি পার্ট হার্ড মামলার শুনানি ছিল। বিচারপতি সেনের এজলাশ থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরানো হলেও এই অর্ধেক শোনা মামলাটি তিনি শুনতে পারতেন। কিন্তু সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়ে বিচারপতি সৌমেন সেন ক্ষোভের সঙ্গে বলেন, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। এই আদালত অপমানিত হয়েছে। আমাদের কোনও মামলার সঙ্গেই কোনও অ্যাটাচমেন্ট নেই। কিন্তু প্রকাশ্যে মুখ খোলার স্বভাব আমার নেই। তাই আমি কোনও কথাই বলব না। সকলকেই আমি শ্রদ্ধা করি। সৌমেন সেনের লক্ষ্য যে আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়, তা বলার অপেক্ষা রাখে না।

মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ হয়ে গেলে ক্ষোভে সতীর্থ সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তোলেন। দুই বিচারপতির লড়াই সুপ্রিম কোর্টে পৌঁছলে সর্বোচ্চ আদালতের বেঞ্চ গোটা মামলাটাই হাই কোর্ট থেকে নিজেদের এক্তিয়ারে নিয়ে নেয়। তারপরেই সৌমেন সেন বাকি মামলা থেকে সরে গেলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় সরেননি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম অবশ্য অভিজিতের এজলাশ থেকে শিক্ষা মামলা সরিয়ে বিচারপতি মান্থার এজলাশে পাঠিয়েছেন। আর বিচারপতি অভিজিত এখন থেকে দেখবেন শিল্প ও শ্রম সংক্রান্ত মামলাগুলি।

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...