Thursday, July 3, 2025

বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম বন্ধ! লোকসভার আগে NRC-CAA-র চক্রান্ত: রায়গঞ্জের সভায় তোপ মমতার

Date:

Share post:

যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। সেই সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি কী খাবেন, কী পরবেন সেটা আপনার অধিকার, সেটা কেউ কাড়তে পারে না। মঙ্গলবার, রায়গঞ্জের সভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। একই সঙ্গে NRC-CAA নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, নির্বাচন এলেই ভাগাভাগির চক্রান্ত করেন মোদি সরকার। তাঁর জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেবেন না- ফের বার্তা মুখ্যমন্ত্রীর।

গান্ধীজির তিরোধান দিবসে রায়গঞ্জের পদযাত্রার মধ্যেই গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপরেই বক্তৃতায় তিনি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্যে বিশ্বাস করতেন গান্ধীজি। চাইতেন, সবাই যেন এক থাকি। কিন্তু ক্ষমতায় এসেই ভাগাভাগি করছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানে ক্ষমতায় এসেছে, সেখানেই বলছে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ। সেইসব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মমতার কথায়, আপনি কী পরবেন, কী খাবেন- আপনাদের নিজস্ব অধিকার। একনায়কতন্ত্র চালাতে চাইছে মোদি সরকার- তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এরপরেই ফের NRC-CAA নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে ফের এনআরসি-র ধুঁয়ো তুলেছে বিজেপি। এই নিয়ে সোমবারের পরে মঙ্গলবারও সতর্ক করেন মমতা। বলেন, “বিএসএফ কার্ড দিচ্ছে। সেই কার্ড নেবেন না। বিএসএফ কার্ড দেওয়ার অধিকার নেই। কার্ড দিতে পারে রাজ্য।“ মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা সবাই নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে!” এরপরেই মমতার বার্তা, “আমার জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেব না।“


spot_img

Related articles

হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি-র অভিনব উদ্য়োগ, নিয়ম মেনে চালকরা পেলেন উপহার

কলকাতায় চলছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার অভিনব কর্মসূচি নিল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড। ওসি সৌভিক চক্রবর্তীর...

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...