Friday, December 19, 2025

বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম বন্ধ! লোকসভার আগে NRC-CAA-র চক্রান্ত: রায়গঞ্জের সভায় তোপ মমতার

Date:

Share post:

যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। সেই সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি কী খাবেন, কী পরবেন সেটা আপনার অধিকার, সেটা কেউ কাড়তে পারে না। মঙ্গলবার, রায়গঞ্জের সভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। একই সঙ্গে NRC-CAA নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, নির্বাচন এলেই ভাগাভাগির চক্রান্ত করেন মোদি সরকার। তাঁর জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেবেন না- ফের বার্তা মুখ্যমন্ত্রীর।

গান্ধীজির তিরোধান দিবসে রায়গঞ্জের পদযাত্রার মধ্যেই গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপরেই বক্তৃতায় তিনি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্যে বিশ্বাস করতেন গান্ধীজি। চাইতেন, সবাই যেন এক থাকি। কিন্তু ক্ষমতায় এসেই ভাগাভাগি করছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানে ক্ষমতায় এসেছে, সেখানেই বলছে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ। সেইসব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মমতার কথায়, আপনি কী পরবেন, কী খাবেন- আপনাদের নিজস্ব অধিকার। একনায়কতন্ত্র চালাতে চাইছে মোদি সরকার- তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এরপরেই ফের NRC-CAA নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে ফের এনআরসি-র ধুঁয়ো তুলেছে বিজেপি। এই নিয়ে সোমবারের পরে মঙ্গলবারও সতর্ক করেন মমতা। বলেন, “বিএসএফ কার্ড দিচ্ছে। সেই কার্ড নেবেন না। বিএসএফ কার্ড দেওয়ার অধিকার নেই। কার্ড দিতে পারে রাজ্য।“ মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা সবাই নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে!” এরপরেই মমতার বার্তা, “আমার জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেব না।“


spot_img

Related articles

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...