আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। বোর্ডের বড় পরীক্ষা নিয়ে সতর্ক নবান্ন (Nabanna) ইতিমধ্যেই জেলায় জেলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। সূত্রের খবর প্রতিটি জেলায় এবং ব্লকে পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে প্রতিটি জেলার মহকুমা শাসক ও জেলা শাসকের দফতরে কন্ট্রোল রুম চালু করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকদেরও কন্ট্রোল রুম চালু করার কথা বলা হয়েছে। ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে এবং ইতিমধ্যেই যোগাযোগের নম্বর প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে।
