জাতি সমীক্ষায় অমত, নীতীশের জোট ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল

0
2

অবশেষে প্রকাশ্যে নীতীশ কুমারের বিজেপি জোটে যোগ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। বিহার জাতি সমীক্ষার কারণে নীতীশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে গেছেন, এমনটাই দাবি তাঁর। নীতীশ কুমার “একটু চাপের” কাছে নতি স্বীকার করার পরে ‘ইউ-টার্ন’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, বললেন রাহুল গান্ধী।

বিজেপি বিরোধী জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পরে নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন রাহুল গান্ধী। তিনি বলেন, “বুঝুন কেন নীতীশজি আটকে গেলেন। আমি তাকে সরাসরি বলেছিলাম যে ‘আপনাকে বিহারে বর্ণ শুমারি করতে হবে’। এবং আমরা (কংগ্রেস), আরজেডি সহ, নীতীশজিকে সমীক্ষা পরিচালনা করার জন্য জোর দিয়েছিলাম। কিন্তু বিজেপি ভয় পেয়ে গেল। তারা এই পরিকল্পনার বিরোধিতা করে। নীতীশজি আটকে গেলেন এবং বিজেপি তাঁকে পালানোর পিছনের দরজা দিয়েছিল!”

নীতীশ কুমারের ইউ টার্ন প্রসঙ্গে কার্যত কৌতুক করেন মঙ্গলবার রাহুল গান্ধী। তাঁর মশ্করা, “মুখ্যমন্ত্রী রাজভবনে শপথ নিতে গিয়েছিলেন এবং শপথ নেওয়ার পরে তিনি চলে যান। গাড়িতে তিনি বুঝতে পারেন যে তিনি তার শাল ভুলে গেছেন। তিনি ড্রাইভারকে ফিরে যেতে বলেন। রাজভবনে ফিরে গেলেন। রাজ্যপাল বললেন, “এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন!”