বিশাখাপত্তনমে চার স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা সম্ভবত মার খাচ্ছে ইংল্যান্ডের। ভারত সফররত দলের সবথেকে সিনিয়র স্পিনার জ্যাক লিচ আঙুলের চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বলে খবর।
২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। হায়দরাবাদে জিতে ইংল্যান্ড আপাতত ১-০-তে এগিয়ে আছে। বুধবার ইংল্যান্ডের নেট সেশনে অংশ নেননি লিচ। হায়দরাবাদ টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় তিনি আঙুলে চোট পেয়েছিলেন। যা নিয়ে খেলা চালিয়ে যাওয়ায় চোট আরও বেড়েছে। এজন্য তিনি এদিন আর প্র্যাকটিসে নামতে পারেননি।
কোচ ম্যাকালাম বলেছিলেন, বিশাখাপত্তনমে বল যদি বেশি ঘোরে তাহলে তাঁরা চার স্পিনারে খেলবেন।
বর্তমান পরিস্থিতিতে সেটা হয়তো সম্ভব হবে না। লিচ সময়ের মধ্যে ফিট হতে না পারলে তাঁর জায়গায় দলে আসবেন শোয়েব বশির। ভিসা না পাওয়ায় তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি। ইংল্যান্ড দল নিয়ে আর একটা বিষয়েও কৌতূহল রয়েছে। প্রথম টেস্টে একমাত্র ফাস্ট বোলার হিসাবে খেলেছিলেন মার্ক উড।