হায়দরাবাদে প্রথম টেস্টে অভিজ্ঞ জো রুটের ব্যর্থতা ঢেকে দিয়েছিল অলি পোপের দুরন্ত ১৯৬ রানের ইনিংস। ছন্দে ফিরতে টেকনিক বদলে বিশাখাপত্তনমে খেলতে নামছেন সাড়ে এগারো হাজার টেস্ট রানের মালিক রুট। শুক্রবার থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। পোপের রাস্তায় হেঁটে সুইপ, রিভার্স সুইপের মহড়ায় নিজেকে তৈরি করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
বুধবার সকালে ইংল্যান্ডের প্রথম প্র্যাকটিস সেশন ছিল ভাইজাগে। আলাদা নেটে দীর্ঘক্ষণ রুটকে দেখা গিয়েছে বাঁ-হাতি ব্যাটারের ভূমিকায়। স্পিনারদের প্রায় প্রতিটি বলেই রিভার্স সুইপ মেরেছেন তিনি। নিখুঁত রিভার্স সুইপ খেলার জন্য টেকনিকে কিছুটা বদলও আনতে হয়েছে রুটকে। পোপ প্রথম টেস্টে সেটাই করে দেখিয়েছেন তাঁর সতীর্থদের।