Sunday, November 16, 2025

হায়দরাবাদে প্রথম টেস্টে অভিজ্ঞ জো রুটের ব্যর্থতা ঢেকে দিয়েছিল অলি পোপের দুরন্ত ১৯৬ রানের ইনিংস। ছন্দে ফিরতে টেকনিক বদলে বিশাখাপত্তনমে খেলতে নামছেন সাড়ে এগারো হাজার টেস্ট রানের মালিক রুট। শুক্রবার থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। পোপের রাস্তায় হেঁটে সুইপ, রিভার্স সুইপের মহড়ায় নিজেকে তৈরি করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

বুধবার সকালে ইংল্যান্ডের প্রথম প্র্যাকটিস সেশন ছিল ভাইজাগে। আলাদা নেটে দীর্ঘক্ষণ রুটকে দেখা গিয়েছে বাঁ-হাতি ব্যাটারের ভূমিকায়। স্পিনারদের প্রায় প্রতিটি বলেই রিভার্স সুইপ মেরেছেন তিনি। নিখুঁত রিভার্স সুইপ খেলার জন্য টেকনিকে কিছুটা বদলও আনতে হয়েছে রুটকে। পোপ প্রথম টেস্টে সেটাই করে দেখিয়েছেন তাঁর সতীর্থদের।হায়দরাবাদে অভিষেক টেস্টেই বাজিমাত করা বাঁ-হাতি স্পিনার টম হার্টলির সঙ্গে রেহান আহমেদ, শোয়েব বশিরও নেটে রুট, বেন স্টোকসদের বোলিং করে নিজেদের তৈরি রাখছেন। ইংল্যান্ডের ‘বাজবল’ কোচ ব্রেন্ডন ম্যাকালামের চার স্পিনার খেলানোর পরিকল্পনা অবশ্য ধাক্কা খেতে পারে। কারণ, চোটের কারণে এদিন অনুশীলন করেননি বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ। দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত। দক্ষিণের বন্দর শহরে টেস্ট অভিষেক হতে পারে ভিসা-জটে দেরিতে ভারতে পৌঁছনো ২০ বছরের অফ স্পিনার বশিরের। ভাইজাগে কালো মাটির উইকেটে বল পড়ে হায়দরাবাদের মতো ধীরে টার্ন করবে না। বল পড়ে দ্রুত ঘুরবে বলেই মনে করছে দুই শিবির। তাই রবিচন্দ্রন অশ্বিনদের বিরুদ্ধে টেকনিক নিখুঁত রেখে আগ্রাসী ‘বাজবল’ খেলতে চান রুট, স্টোকসরা।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version