Friday, August 22, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের এশিয়া ক্রিকেটের শীর্ষপদে অমিত-পুত্র! সম্মতি BCB-PCBর

Date:

মাথায় রয়েছে বাবার হাত! আর সেই সুবাদেই ক্রিকেট (Cricket) জগতের সঙ্গে দূরদূরান্ত কোনও যোগাযোগ না থাকলেও ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah)। শাহপুত্রের দায়িত্বের মেয়াদ এক বছর বৃদ্ধি পেলেও এই নিয়ে টানা তিনবার এসিসি-র (Asian Cricket Council) সভাপতিত্ব করবেন জয়। বুধবার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম এসিসির দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী। যদিও এর পিছনে বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র অমিত শাহের হাত মাথায় আছে বলেই সভাপতি পদে তাঁর মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ হতে চলছে। এমন আবহের মাঝেই তৃতীয় দফায় ফের তাঁকে মহাদেশীয় ক্রিকেটে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় দেখা যাবে। এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহ’র নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি জানান। এর আগে মহাদেশীয় এই ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে ২০২১ সালে জয় শাহ যখন বিসিসিআই-এর সচিব ছিলেন সেই বছরই তিনি এসিসির সভাপতি নিযুক্ত হন। তবে শোনা যায়, সেই বছর এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে নিযুক্ত হওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি ফলে জয় শাহই এসিসির সভাপতি নির্বাচিত হন। তবে ক্রীড়ামহলের মতে, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয় শাহের ফের এসিসির সভাপতি হওয়া খুবই তাৎপর্যপূর্ণ।

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version