Sunday, August 24, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের এশিয়া ক্রিকেটের শীর্ষপদে অমিত-পুত্র! সম্মতি BCB-PCBর

Date:

মাথায় রয়েছে বাবার হাত! আর সেই সুবাদেই ক্রিকেট (Cricket) জগতের সঙ্গে দূরদূরান্ত কোনও যোগাযোগ না থাকলেও ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah)। শাহপুত্রের দায়িত্বের মেয়াদ এক বছর বৃদ্ধি পেলেও এই নিয়ে টানা তিনবার এসিসি-র (Asian Cricket Council) সভাপতিত্ব করবেন জয়। বুধবার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম এসিসির দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী। যদিও এর পিছনে বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র অমিত শাহের হাত মাথায় আছে বলেই সভাপতি পদে তাঁর মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ হতে চলছে। এমন আবহের মাঝেই তৃতীয় দফায় ফের তাঁকে মহাদেশীয় ক্রিকেটে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় দেখা যাবে। এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহ’র নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি জানান। এর আগে মহাদেশীয় এই ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে ২০২১ সালে জয় শাহ যখন বিসিসিআই-এর সচিব ছিলেন সেই বছরই তিনি এসিসির সভাপতি নিযুক্ত হন। তবে শোনা যায়, সেই বছর এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে নিযুক্ত হওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি ফলে জয় শাহই এসিসির সভাপতি নির্বাচিত হন। তবে ক্রীড়ামহলের মতে, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয় শাহের ফের এসিসির সভাপতি হওয়া খুবই তাৎপর্যপূর্ণ।

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version