Monday, November 3, 2025

ফের অশান্ত মালদ্বীপ! প্রসিকিউটর জেনারেলকে প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ দুষ্কৃতীদের

Date:

মালদ্বীপ (Maldives) নিয়ে ইতিমধ্যেই বড় অস্বস্তিতে সরকার। আর এমন আবহেই ফের সংবাদ শিরোনামে উঠে এলো দেশটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে (Prosecutor General) এবার প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই শীর্ষ আইনজীবীর নাম হুসেন শামিম (Hussain Shamim)। মঙ্গলবারই তাঁকে রাস্তার উপরে ছুরি মেরে পালায় এক দল আততায়ী। তবে কীভাবে ঘটল এমন ঘটনা? মালদ্বীপের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি মালদ্বীপের সংসদে বেশ কয়েক জন সদস্যের উপর হামলা চালায় সে দেশের একটি কুখ্যাত গ্যাং। তখনই ছুরি নিয়ে আইনজীবী শামিমের উপর হামলা চালানো হয় বলে খবর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শামিম।

সূত্রের খবর, সোমবারই মালদ্বীপের সংসদে আচমকাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন সে দেশের বর্তমান শাসক জোটের দুই দল পিএনসি, পিপিএম এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (MDP)–র সদস্যরা। মুইজ্জুর মন্ত্রীসভায় সদস্য নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদন আদায় করতে ওই দিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু মন্ত্রীসভার চার সদস্যকে নিয়োগ করার বিষয়ে আপত্তি জানায় এমডিপি। অভিযোগ, মুইজ্জুর দলের সদস্যরা সোলির দলের সাংসদদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেন। যার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর পার্লামেন্টের ভিতরেই নজিরবিহীনভাবে হাতাহাতি শুরু করেন শাসক এবং বিরোধী দলের সদস্যরা। এর ঠিক একদিন পরই অর্থাৎ মঙ্গলবার হামলা চালানো হল সে দেশের প্রসিকিউটর জেনারেলের উপর।

প্রসিকিউটর জেনারেল হিসাবে শামিমকে নিয়োগ করেছিল সোলির সরকার। গত বছরের নভেম্বর মাসের দিকে সোলিকে ক্ষমতাচ্যূত করে জোটের সরকার গড়েন মোহাম্মদ মুইজ্জু। বর্তমানে এমডিপি সে দেশের প্রধান বিরোধী দল। তবে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও মালদ্বীপের পার্লামেন্টে এখনও সংখ্যাগরিষ্ঠ দল সোলির এমডিপি।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version