Monday, August 25, 2025

ফের অশান্ত মালদ্বীপ! প্রসিকিউটর জেনারেলকে প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ দুষ্কৃতীদের

Date:

মালদ্বীপ (Maldives) নিয়ে ইতিমধ্যেই বড় অস্বস্তিতে সরকার। আর এমন আবহেই ফের সংবাদ শিরোনামে উঠে এলো দেশটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে (Prosecutor General) এবার প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই শীর্ষ আইনজীবীর নাম হুসেন শামিম (Hussain Shamim)। মঙ্গলবারই তাঁকে রাস্তার উপরে ছুরি মেরে পালায় এক দল আততায়ী। তবে কীভাবে ঘটল এমন ঘটনা? মালদ্বীপের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি মালদ্বীপের সংসদে বেশ কয়েক জন সদস্যের উপর হামলা চালায় সে দেশের একটি কুখ্যাত গ্যাং। তখনই ছুরি নিয়ে আইনজীবী শামিমের উপর হামলা চালানো হয় বলে খবর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শামিম।

সূত্রের খবর, সোমবারই মালদ্বীপের সংসদে আচমকাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন সে দেশের বর্তমান শাসক জোটের দুই দল পিএনসি, পিপিএম এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (MDP)–র সদস্যরা। মুইজ্জুর মন্ত্রীসভায় সদস্য নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদন আদায় করতে ওই দিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু মন্ত্রীসভার চার সদস্যকে নিয়োগ করার বিষয়ে আপত্তি জানায় এমডিপি। অভিযোগ, মুইজ্জুর দলের সদস্যরা সোলির দলের সাংসদদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেন। যার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর পার্লামেন্টের ভিতরেই নজিরবিহীনভাবে হাতাহাতি শুরু করেন শাসক এবং বিরোধী দলের সদস্যরা। এর ঠিক একদিন পরই অর্থাৎ মঙ্গলবার হামলা চালানো হল সে দেশের প্রসিকিউটর জেনারেলের উপর।

প্রসিকিউটর জেনারেল হিসাবে শামিমকে নিয়োগ করেছিল সোলির সরকার। গত বছরের নভেম্বর মাসের দিকে সোলিকে ক্ষমতাচ্যূত করে জোটের সরকার গড়েন মোহাম্মদ মুইজ্জু। বর্তমানে এমডিপি সে দেশের প্রধান বিরোধী দল। তবে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও মালদ্বীপের পার্লামেন্টে এখনও সংখ্যাগরিষ্ঠ দল সোলির এমডিপি।

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version