রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা বাংলার নয়, কাটিহারের। কংগ্রেসের মিথ্যাচার ফাঁস করল তৃণমূল।আজ ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদহ আসছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আচমকাই কংগ্রেসের তরফে প্রচার করা হয় বাংলায় নাকি আক্রান্ত রাহুল! সত্যিই কি তাই? হাত শিবিরের অভিযোগ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে কংগ্রেস নেতার গাড়ির কাচ ভেঙে যায়। এরপর গোটা ঘটনাকে রং ছড়িয়ে মিথ্যাচার শুরু করে কংগ্রেস। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ‘হামলা’ হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তবে কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) এদিনের সাংবাদিক বৈঠকে রাহুলের গাড়িতে ‘হামলা’ নিয়ে একটি শব্দও খরচ করেননি। অধীর রঞ্জন চৌধুরীর মিথ্যাচারের মাঝেই হঠাৎ করে আসল ভিডিওর সামনে আসে যেখানে দেখা যায় বাংলায় নয় বিহারের কাটিহারে রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙে গেছিল। তৃণমূল সরকারকে বদনাম করতেই কংগ্রেসের এই অপপ্রচার। গোটা বিষয়টি স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, যে বাংলায় রাহুল গান্ধীর সঙ্গে এরকম কোন ঘটনা ঘটেনি।

বুধবার রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনার কিছু ক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়রাম রমেশ ও কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। জয়রাম বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার ১৮ তম দিনে আমরা বিহারের কাটিহার থেকে বাংলায় এসেছি। বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রার এটা ‘পার্ট-টু’। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলার মানুষকে একজন হওয়ার কথা বললেও রাহুল গান্ধীর গাড়িতে হামলা নিয়ে একটি কথাও না শোনা গেল না তার মুখে। কংগ্রেস নেতা কানহাইয়া কুমার বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে নিশানা করলেন। দেশের বেকারত্ব থেকে কর্মসংস্থান, দুর্নীতি, কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত নিয়ে কথা বললেও তাৎপর্যপূর্ণ ভাবে রাহুলের গাড়িতে ‘হামলা’ নিয়ে তিনিও চুপ! অর্থাৎ এটা পরিষ্কার যে বিষয়টি সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে খোদ কংগ্রেসের অভ্যন্তরে। বিহারের ঘটনাকে বাংলার ঘটনা বলে যেভাবে তৃণমূলকে বদনাম করতে চাইছেন অধীর রঞ্জন চৌধুরী, তাঁকে সমর্থন করছেন না কংগ্রেসেরই একাংশ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হামলার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। এই ঘটনার সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। এটা ঘটেছে কাটিহারে। তৃণমূলকে বদনাম করতে কোনও একটা অংশ নোংরা রাজনীতি করছে। তৃণমূলের সঙ্গে , বাংলার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। রাহুল গান্ধীর উপর বাংলার মাটিতে কোনও হামলা হয়নি।
