শনিবারের ডার্বির আগে ইস্টবেঙ্গল সই করাল স্প্যানিশ মিডফিল্ডারকে। ভিক্টর ভ্যাজকুয়েজ আক্রমণাত্মক মিডফিল্ডার। লিয়োনেল মেসির সঙ্গে খেলা এই ফুটবলারকে এ বার দেখা যাবে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে।
বুধবার তাঁর নাম ঘোষণা করেন ইমামি ইস্টবেঙ্গলের তরফে বিভাস বর্ধন আগরওয়াল। তিনি বলেন, ভিক্টরের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। বড় ক্লাবে খেলা এবং ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে।