Wednesday, May 7, 2025

প্রাথমিক শিক্ষকদের তালিকা প্রকাশ পর্ষদের, সাতদিনের মধ্যে নিয়োগের নির্দেশ

Date:

সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কাটার পরই নিয়োগের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। বুধবার ৯ হাজার ৫৩৩ জনের তালিকা প্রকাশ করে পর্ষদ। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি হয়েও আদালতের জটিলতায় নিয়োগ আটকে রয়েছে। সেই মতো আদালতের সম্মতি মিলতেই নিয়োগের তালিকা প্রকাশ করল পর্ষদ।

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ১১৭৮৫ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মামলার কারণে তাতে স্থগিতাদেশ হয়ে যায়। এর মধ্যে ৯,৫৩৩ পদে নিয়োগে কোনও জটিলতা নেই বলে সোমবার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। বাকি ডিএলএড (DELEd) প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের বিষয়টি যদিও এখনও আদালতের বিচারাধীন। ২০২২ সালের সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে (notification) ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছিল পর্ষদ। এই চাকরিপ্রার্থীদের মামলাটি আগামী ২২ মার্চ ফের শুনানি।

সোমবার সুপ্রিম নির্দেশের পরই বুধবার ৯৫৩৩ শূন্য পদের জন্য তালিকা প্রকাশ করল পর্ষদ। তাদের নিয়োগের চিঠি (appointment letter) পোস্টের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। সেই হার্ড কপি নিয়ে সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে তাদের যোগদান করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রাথমিক স্কুলে যে ১১ হাজার শূন্যপদ রয়েছে তার খানিকটা মেটার সম্ভাবনা। তবে আদালতের জটিলতা যত দ্রুত মিটবে স্কুলগুলির স্বাচ্ছন্দ ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তত দ্রুত হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version