Saturday, August 23, 2025

নির্বাচন ঘোষণার আগেই সব বুথে কেন্দ্রীয় বাহিনীর চোখরাঙানি কমিশনের

Date:

লোকসভা নির্বাচনের নির্ঘন্টই প্রকাশ হয়নি। তার আগেই নির্বাচন কমিশন (Election Commission of India) ঘোষণা করে দিল প্রত্যেক বুথেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়েই নির্বাচন পরিচালনা করা হবে। সেই কেন্দ্রীয় বাহিনীর পরিচালনার দ্বায়িত্বে থাকবে সিআরপিএফ। যদিও তারপরেও বিরোধীরা শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে বিএসএফ (BSF)। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সবকিছুই মনিটর করবে সিআরপিএফ (CRPF)। বিএসএফের নির্বাচন পরিচালনা নিয়ে শাসক থেকে বিরোধী আঙুল তুলেছে। সেই দিক পর্যালোচনা করেই জাতীয় নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্য- নির্বাচনী আধিকারিকের দপ্তর, জেলা নির্বাচনী আধিকারিক বা রিটার্নিং অফিসার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে মোতায়েন হবে তার সবকিছুই মনিটর করবে একমাত্র সিআরপিএফ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত সব বিষয়ে কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে লিয়াঁজোর (liaison) রক্ষাও করবে সিআরপিএফ।

লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করেছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই সব দিকের সবকাজ আগে থাকতেই শেষ করে রাখতে চাইছে। বিশেষত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার মতো সিদ্ধান্ত আগে নেওয়া থাকলে সিআরপিএফের পক্ষেও ব্যাটেলিয়ন স্থানান্তরিত করার প্রক্রিয়া তৈরি রাখা সহজ হবে। যদিও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস (confidence building) তৈরি করার কাজে কতটা সক্ষম হবে তা নিয়ে প্রশ্ন তুলছেই বিরোধীরা। সম্প্রতি রাজ্যের শেষ হওয়া পঞ্চায়েত ভোটে মানুষের মধ্যে যে ছবি এখনো ঢুকে রয়েছে সেই আতঙ্ককে দূর করে ভোটারদের বুথমুখী করাতে কতটা সফল হবে তা নিয়েও সন্দেহ থাকছে বলে বিরোধীদের দাবি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version