ইডি অফিসাররা ‘সুপাত্র’! এবার প্রতারকরাও নিচ্ছে এই পরিচয়

পাত্রের খোঁজখবর নিতে গিয়ে যুবতীর পরিবার জানতে পারে সে আদৌ ইডি আধিকারিক নয়। বিয়ের আগের দিন প্রতারক যুবককে বেঁধে নিয়ে ইডি দফতরের সামনে হাজির যুবতীর পরিবার।

কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা আয়কর দফতর, সিবিআই বা ইডি তদন্তে সাফল্য কতটা পেয়েছে তা নিয়ে এখনও প্রশ্ন থেকে গেলেও বিয়ের বাজারে হয়তো তাদের বেশ দাম বেড়েছে। কলকাতা শহরেই ইডি আধিকারিক পরিচয় দিয়ে রীতিমত প্রতারণা করে বিয়ের ফাঁদ খুলে বসেছিল একটি পরিবার! মঙ্গলবার তাই নিয়ে হুলুস্থুলু ইডি দফতরের সামনে। পুলিশ প্রতারক যুবককে গ্রেফতার করে।

বিরাটির বাসিন্দা এক যুবতীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় সোনারপুরের বাসিন্দা এক যুবকের। ইডি আধিকারিক পরিচয় দিয়ে দুজনের বিয়ে ঠিক হয়। কার্ডও ছাপা হয়ে যায়। পাত্রের খোঁজখবর নিতে গিয়ে যুবতীর পরিবার জানতে পারে সে আদৌ ইডি আধিকারিক নয়। বিয়ের আগের দিন প্রতারক যুবককে বেঁধে নিয়ে ইডি দফতরের সামনে হাজির যুবতীর পরিবার। সেখানেই তাকে বেধড়ক মারধর শুরু হয়।

ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইডি দফতরের সামনে। নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। দেখা যায় প্রতারক যুবকের গলায় ইডির লোগো দেওয়া পরিচয়পত্র। তাঁর নাম প্রদীপ সাহা। যুবতীর পরিবারের দাবি ওই যুবক সপরিবারে তাঁদের ঠকিয়েছে। এমনকি এর আগেও একাধিক পাত্রীপক্ষকেও একইভাবে ঠকিয়েছে এই পরিবার। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।

Previous articleআজ মালদহে পদযাত্রা, মুর্শিদাবাদে প্রশাসনিক সভা মমতার
Next articleআজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন!