Sunday, August 24, 2025

‘জয় বাংলা’য় মুখরিত কৃষ্ণনগরের ভাতজংলা, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

Date:

সকাল থেকে রাত পর্যন্ত জেলা সফরের ব্যস্ততার মাঝেও অক্লান্ত মেজাজে বৃহস্পতিবারের সকালে কৃষ্ণনগরের ভাতজংলায় (Bhatjangla, Krishnanagar) পদযাত্রা করলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of Bengal)। মেঘলা আকাশে শীতের দাপট একটু কম, কিন্তু দিদিকে কাছ থেকে ছুঁয়ে দেখার উন্মাদনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ঠিক ১১টা ৫ মিনিটে যখন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) বাজেট পেশ করছেন, তখন ভাতজংলা (Bhatjangla) মেতেছে বাংলার মুখ্যমন্ত্রীর জনসংযোগের সামিল হওয়ার জন্য। সফর সঙ্গী হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তো ছিলেনই এদিন মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পা মেলালেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। গত কয়েকদিনের মতোই এদিনও চেনা মেজাজে ধরা দিলেন জনতার মমতা।

এদিন কৃষ্ণনগর এবং শান্তিপুরে দুটি রোড শো করার পর প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না শুরু করার কথা রয়েছে তাঁর। এদিন কৃষ্ণনগরের জনতা বুক ভরা ভালোবাসায় ভরিয়ে দিলেন বাংলার নেত্রীকে।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া থেকে দিদির উন্নয়নে এগিয়ে যাওয়ার শ্লোগান মুখরিত হল গোটা রাস্তা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও দু’পাশে অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন, কখনও আবার ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে আদর করলেন বেশ কিছুক্ষণ।

ব্যারিকেড থেকে বেরিয়ে এসে কেউ আবার রাস্তাতেই মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেন। হাসিমুখে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী এগিয়ে চললেন তাঁর গন্তব্যের দিকে। ভাতজংলায় উচ্ছ্বসিত জনতার মুখে তখন একটাই কথা, “দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি”।


Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version