ম্যারাথন জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বুধবার রাতে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। আজ, বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত আবেদন গ্রহণ করেছে। আগামীকাল শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে। অন্যদিকে, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার প্রশ্ন, রাঁচী হাইকোর্টকে এড়িয়ে কেন সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানালেন হেমন্ত সোরেন? তাঁর বক্তব্য, প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছেন। সকলে কি সুপ্রিম কোর্টে আসছেন?’
প্রসঙ্গত, জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বার বার নোটিশ পাঠিয়েছে ইডি। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। যদিও এই মামলায় আগেই সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ইডিকে তিনি কোনও সাড়া দেননি। ২৯ জানুয়ারি তাঁর দিল্লির বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁকে না পেয়ে একটি বহুমূল্য বাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি।
৮ ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে রাতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন।