Thursday, August 28, 2025

উন্নয়নে বাধা জনসংখ্যা বৃদ্ধি, নিয়ন্ত্রণে ‘হাই পাওয়ার কমিটি’ গঠন কেন্দ্রের

Date:

অন্তর্বর্তী বাজেটে দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। দেশের উন্নতির পথে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হিসাবে দেখানো হল জনসংখ্যা বৃদ্ধির হারকে। যদিও ২০১১ সাল থেকে দেশে জনগণনাই বন্ধ রাখা হয়েছে। ফলে বৃদ্ধির হার সরকারিভাবে দেখানোই সম্ভব নয় কেন্দ্র সরকারের তরফে। এবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে উন্নয়নের সামঞ্জস্য বজায় রাখার জন্য তৈরি হবে কমিটি, ঘোষণা অর্থমন্ত্রীর।

২০১১ সালে শেষ জনগণনা হয়েছিল ভারতে। মোদি সরকারের জমানায় কোনও জনগণনা হয়নি। যদিও আন্তর্জাতিক হিসাবে ভারতের জনসংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ২০১১ সালে আদমসুমারি অনুযায়ী যা ছিল ১ কোটি ২০ লক্ষের কাছাকাছি।

অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান জনসংখ্যা বৃদ্ধির হার ও জনতত্ত্বের পরিবর্তন কেন্দ্র সরকারের ‘বিকশিত ভারত’ প্রকল্পকে সফল করতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদিও ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ পরিকল্পনা সফল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র সরকার। সেই পরিকল্পনা সফল করতে একটি ‘হাই পাওয়ার কমিটি’ গঠনের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই কমিটি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ ও জনতত্ত্ব পরিবর্তনের কারণে কী ধরনের বাধা তৈরি হচ্ছে পর্যবেক্ষণ করবে। এবং বাধা কাটানোর সুপারিশ পেশ করবে কেন্দ্র সরকারকে।

জনগণনার কাজ না করে কীভাবে এই কমিটি কাজ করবে তা নিয়ে যদিও তৈরি হয়েছে সন্দেহ। দীর্ঘদিন ধরেই দেশের বিরোধী দলগুলি জনগণনার ওপর গুরুত্ব দিলেও কেন্দ্রের মোদি সরকার তাতে কর্ণপাত করেনি। ২০২৪-২৫ অর্থবর্ষে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা না বাড়ানোয় কেন্দ্র সরকারের আর্থিক ব্যর্থতার দিকটি যেমন প্রকট হচ্ছে, তেমনই জনসংখ্যা নিয়ন্ত্রণে কমিটি গঠনের মধ্যে দিয়েই জনগণনা না করার সিদ্ধান্ত মোদি সরকারের যে কত বড় ভুল তাও প্রমাণিত হচ্ছে। পক্ষান্তরে বিরোধীদের নীতিকেই মান্যতা দিতে বাধ্য হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version