Sunday, August 24, 2025

স্বচ্ছ বাংলা: গ্রামে গ্রামে শৌচাগার তৈরির অগ্রগতি দেখে অভিভূত কেন্দ্রীয় সচিব

Date:

গ্রামে গ্রামে তৈরি হচ্ছে শৌচাগার। পরিচ্ছন্ন বাংলা। কাজ দেখে অভিভূত দিল্লি (Delhi) থেকে আসা কেন্দ্রীয় দল। যেখানে কেন্দ্র বাংলার বরাদ্দ আটকে রেখেছে, BJP বাংলার শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির ভুয়ো অভিযোগ করছে, সেখানে কেন্দ্রীয়দল রাজ্য এসেছে সরকারের প্রশংসা করছে।  স্বচ্ছ ভারত মিশনের কাজ খতিয়ে দেখতে বাংলায় এসেছেন কেন্দ্রীয় সচিব। গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজের অগ্রগতি দেখে অভিভূত তিনি।

লোকসভা ভোটের আগে এই দুই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা দেখতেই বাংলা এসেছেন জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব বিনি মহাজন (Bini Mahajan)। শুক্রবার, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় যান জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব। জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। স্বচ্ছ ভারত মিশনের কাজের প্রশংসা করন মহাজন। শনিবার নবান্নে (Nabanna) রাজ্যের মুখ‌্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠক তাঁর।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, বাড়ি বাড়ি শৌচাগার তৈরির কাজে বিপুল বরাদ্দ রয়েছে কেন্দ্রের। স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ২০২০-২১ অর্থবর্ষ থেকে। চলবে ২০২৪-২৫ সাল পর্যন্ত। মাস তিনেক আগেই জলশক্তি মন্ত্রক রাজ্যকে লিখিতভাবে জানায়, ঘরে ঘরে শৌচালয় তৈরি এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামোয় পূর্ব মেদিনীপুর জেলার অগ্রগতি ‘সেরা’-র তালিকায় জায়গা পেয়েছে। সেখানে ২৯৮৮টির মধ্যে ২৯২৯টি গ্রামই ‘ওডিএফ-প্লাস’ হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন, ‘‘আবাসের জন‌্য প্রথমে ৬৯টা তারপরে আরও সাতটা টিম এসেছে। তাতেও  টাকা দেয়নি। ওরা এবার শৌচালয় দেখতে এসেছে। এসেছে যখন শৌচালয় দেখে যাক। আমরা ওদের শৌচালয় ঘুরিয়ে দেখাব।’’ কাজ দেখে ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় দলের।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version