দিল্লিতে আপের সরকার ভাঙতে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনার পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে শনিবার এই সংক্রান্ত তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে কেজরিওয়ালকে নোটিশ পাঠানো হয়েছে।
গত শুক্রবারও এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে কেজরিওয়াল ও তাঁর ক্যাবিনেট মন্ত্রী আতিশিকে নোটিস দিতে চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁরা তা গ্রহণ করেননি। এরপর শনিবার এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে তারা ওই নোটিস নিতে রাজি। কিন্তু পুলিশ কোনও নোটিস তাদের কাছে দেয়নি। পাশাপাশি সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল। যার উল্লেখ করে, পুলিশকে কাঠগড়ায় তুলছে মুখ্যমন্ত্রীর দফতর। অভিযোগ আপকে কলঙ্কিত করতেই এই উদ্যোগ দিল্লি পুলিশের।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়াতে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার লোভ দেখিয়ে দল ছাড়তে চাপ দেওয়া হচ্ছে। এমনকি ওই আপ বিধায়কদের বলা হয়েছে কিছুদিনের মধ্যেই কেজরিওয়াল গ্রেফতার হবেন এবং দিল্লির সরকার পড়ে যাবে। কেজরিওয়ালের পাশাপাশি একইঅভিযোগ করেন আতিশিও। এই অভিযোগের পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ।