Saturday, November 15, 2025

মোদির এক নম্বর এজেন্ট অধীর: কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Date:

লোকসভা ভোটের আগে রাম-বাম-কংগ্রেস জোটের প্রধান কারিগর হিসাবে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরিকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এমনকি দিল্লির কংগ্রেস নেতারাও যে বিভিন্ন মামলায় জামিন নিয়ে ঘুরছেন তার পিছনেও অধীর চৌধুরিকেই দায়ী করেন সাংসদ। এমনকি রাজ্যের বিজেপির সংগঠনকে শক্তি যোগাচ্ছেন অধীরই, এমন অভিযোগ তুলে পঞ্চায়েত ভোট বন্ধ করতে চেয়ে তাঁর হাইকোর্টে মামলা করার প্রসঙ্গ তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী হাইকোর্টে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই সময় অধীর চৌধুরিও পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবিতে আদালতের দ্বারস্থ হন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে যে আন্দোলনে নেমেছেন, সেই তৃণমূলের বিরোধিতাই করতে দেখা গিয়েছে অধীর চৌধুরিকে বরাবর। এমনকি রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও তৃণমূলের সঙ্গে মতবিরোধের সূত্রপাত অধীর চৌধুরির কারণে। সেই প্রসঙ্গ টেনেই বাংলায় বিজেপির হাত শক্ত করার নেতা হিসাবে অধীর চৌধুরির নাম তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির উত্থানে সিপিএমকে দায়ী করেন। সাংসদের দাবি, সিপিএম জমানায় কোনও ইস্যুতে কখনও আন্দোলন করতে দেখা যায়নি বিজেপিকে। তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৬ সাল থেকে বিজেপির উত্থানের পিছনেও বাম-কংগ্রেস আঁতাতের দাবি করেন তিনি।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অগ্রগতি আটকাতেই লোকসভা ভোটের আগে রাজ্যের বরাদ্দ আটকে রাখার পরিকল্পনা মোদি সরকারের। লোকসভা নির্বাচনের আগে প্রতিবার বিজেপি একটি ‘গিমিক’ প্রয়োগ করে বলে দাবি কল্যাণের। এবারের ভোটের আগে ধর্মের গিমিক ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। তবে বিজেপির সংকীর্ণ ধর্মনীতিকে নতুন ফ্ল্যাটের ব্যালকনির সঙ্গে তুলনা করে বলেন, সেখানে শুধু নরেন্দ্র মোদি ও অমিত শাহ থাকতে পারেন। অন্যদিকে বিজেপির সহযোগী সিপিএমের যুব সম্প্রদায়কে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ৫০ বছরেও যুব সম্প্রদায় সিপিএমকে রাজ্যের ক্ষমতায় আনতে পারবে না। সিপিএমের প্রবীন নেতাদের এর জন্য দায়ী করে তিনি বলেন এটা পিতার পাপে পুত্রের ভোগ।

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version