Sunday, November 16, 2025

বিজেপির ‘অপারেশন লোটাস’: কেজরির অভিযোগের পরই নোটিশ শাহের পুলিশের

Date:

দিল্লিতে আপের সরকার ভাঙতে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনার পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে শনিবার এই সংক্রান্ত তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে কেজরিওয়ালকে নোটিশ পাঠানো হয়েছে।

গত শুক্রবারও এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে কেজরিওয়াল ও তাঁর ক্যাবিনেট মন্ত্রী আতিশিকে নোটিস দিতে চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁরা তা গ্রহণ করেননি। এরপর শনিবার এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে তারা ওই নোটিস নিতে রাজি। কিন্তু পুলিশ কোনও নোটিস তাদের কাছে দেয়নি। পাশাপাশি সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল। যার উল্লেখ করে, পুলিশকে কাঠগড়ায় তুলছে মুখ্যমন্ত্রীর দফতর। অভিযোগ আপকে কলঙ্কিত করতেই এই উদ্যোগ দিল্লি পুলিশের।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়াতে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার লোভ দেখিয়ে দল ছাড়তে চাপ দেওয়া হচ্ছে। এমনকি ওই আপ বিধায়কদের বলা হয়েছে কিছুদিনের মধ্যেই কেজরিওয়াল গ্রেফতার হবেন এবং দিল্লির সরকার পড়ে যাবে। কেজরিওয়ালের পাশাপাশি একইঅভিযোগ করেন আতিশিও। এই অভিযোগের পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version