বাংলার বকেয়ার দাবিতে রেড রোডের ধর্নামঞ্চ থেকে লোকসভা ভোটের আগে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২১ ফেব্রুয়ারি ১০০দিনের কাজের ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেই টাকা দেবে রাজ্য সরকার। শনিবার, তৃণমূল (TMC) সভানেত্রী (Mamata Banerjee) এই ঘোষণার সঙ্গে সঙ্গে ধর্নামঞ্চে তুমুল হাততালি আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক তৃণমূল সভানেত্রীর। ধর্নার দ্বিতীয়দিনে মঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন না। মমতা বলেন, ”২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই টাকা দেবে রাজ্য সরকার।” ১০০ দিনের কাজ থেকে আবাস, গ্রামীণ রাস্তা- বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত বাংলা। কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি ১০০দিনের কাজের শ্রমিকদের। তার প্রতিবাদে লাগাতার ৪৮ ঘণ্টা ধর্না দিচ্ছেন তৃণণূল সভানেত্রী। এদিন ধর্নামঞ্চ থেকে মমতা জানান, ”প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বার দেখা করে এসেছি। তারপরও রাজ্যের বকেয়া টাকা দেয়নি।” কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ”আগেও এখানে অবস্থানে বসেছিলাম। তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে দেয়নি। কেন্দ্রীয় সরকার ২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না শুধু বাংলাকে। তার মধ্যেও আমরা ৪২ দিনের কাজ দিয়েছি।”


এরপরেই এদিন রেড রোডে আসে বঞ্চিত গরিব মানুষের কাছে মমতা জানতে চান, ”আমার কাছে আপনারা কী চান? সবাই উত্তর দেয়, “লড়াই”। কারণ, বাংলার মানুষ জানে তাঁদের হয়ে লড়াই করে প্রাপ্য আদায় করতে একমাত্র পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে তৃণমূল সুপ্রিমো জানান, লড়াই তিনি করছেন। এর পরেও করবেন। এর পরেই তাঁর ঘোষণা, ”২১ লক্ষ জবকার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাব। টাকা দেবে রাজ্য সরকার। আমরা ভিক্ষা চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিয়ে কথা রাখি।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, যাঁরা ১০০ দিনের কাজ করেছেন সকলেই টাকা পাবেন। যারা আবাস যোজনার ঘর পাননি, তাঁদের জন্যও নির্দিষ্ট সময়ে ঘোষণা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্রও ফাঁস! আবার অভিযুক্ত সেই মালদার পরীক্ষার্থীরা


মমতার কথায়, ”বাংলায় মানুষকে আমরা সাহায্য করব। অন্য রাজ্যেকেও পথ দেখাব আমরা।” বিজেপি বিরোধীদলগুলির প্রতি তৃণমূল সভানেত্রীর বার্তা, সব দলকে বিজেপির বিরুদ্ধে অল আউট খেলতে হবে। বিজেপিকে হারাতেই হবে। কেন্দ্র থেকে সরাতেই হবে।
