Monday, August 25, 2025

আমন্ত্রণ মেলেনি ন্যায় যাত্রায়! অভিমানী অখিলেশের মান ভাঙাতে তৎপর কংগ্রেস

Date:

ইন্ডিয়া জোটের অন্দরে সংঘাত ক্রমশ বাড়ছে। ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ ছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সুরেই কথা বললেন এসপি-প্রধান অখিলেশ যাদব। জানালেন, রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় এখনও আমন্ত্রণ পাননি তিনি। তাঁর বক্তব্য, নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না। অখিলেশের এহেন মন্তব্যের পর সপা প্রধানের মান ভাঙাতে তৎপর হল কংগ্রেস।

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে সপা কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে উত্তরপ্রদেশে। এর মধ্যেই অখিলেশ জানালেন, রাহুলের যাত্রায় এখনও আমন্ত্রণ পাননি তিনি। বাংলায় ঢুকে বিহারে গিয়ে আবার বাংলা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে রাহুলের যাত্রা। ক্রমে পৌঁছবে উত্তরপ্রদেশ। সাংবাদিকেরা অখিলেশকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে রাহুলের যাত্রা প্রবেশ করলে তিনি কি তাতে যোগ দেবেন? জবাবে এসপি-প্রধান বলেন, প্রধান সমস্যা হল যেকোনও বড় ইভেন্ট হয়ে যাওয়ার বহু পর তা জানা যায়। এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ আসেনি। এরপরই আসরে নামেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঠিক রুট এখনও তৈরি করা হয়নি। আগামী দু-একদিনের মধ্যে তা হয়ে যাবে। এরপরই সমাজবাদী পার্টির কাছে যাত্রায় যোগদান করার আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে।

অবশ্য ইন্ডিয়া জোটে কংগ্রেসের ‘দাদাগিরি’র বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যায় যত্রা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “হঠাৎ করে দেখলাম বাংলায় চলে এল। এক বার বললও না কোন রাস্তা দিয়ে যাবে! আমরা নাকি ‘ইন্ডিয়া’র পার্টনার। এক বার বলার প্রয়োজন মনে করল না।” এর পর জোট নিয়েও কংগ্রেসকে বিঁধে মমতা বলেন, “আমি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম, তোমরা সারা দেশে ৩০০টি আসনে লড়ো। আর বাকি ২৪৩টি আসনে আঞ্চলিক দলগুলিকে লড়তে দাও। ওরা শুনল না। মাতব্বরি করল। আজ কী হল? ওরা যা করছে করুক, বাংলায় আমরা বিজেপিকে ঠেকাব। বিজেপিকে ঠেকাতে পারি, আগেও দেখিয়েছি, আবার দেখাব।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version