Sunday, August 24, 2025

গণবিবাহের ভুয়ো আয়োজন, টাকার লোভে মিথ্যে বিয়ের নাটক উত্তরপ্রদেশে!

Date:

বিয়ের নামে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রশাসিত ডবল ইঞ্জিন রাজ্যে! বিয়ে নিয়ে দুর্নীতি উত্তরপ্রদেশে (Uttarpradesh) । কাঠগড়ায় যোগীরাজ্যের সরকারি আধিকারিকরা। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। ভাইরাল ক্লিপিংসে (ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ) দেখা যায় ‘বর’ ছাড়াই বিয়ের পিড়িতে সারি সারি ‘কনে’। গাঢ় কমলা রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গণবিবাহের (Mass Marriage) আসরে নিজেরাই নিজেদের গলায় মালা পরাচ্ছিলেন। এটা কী ধরনের বিয়ে, প্রশ্ন উঠতে শুরু করেছিল নেট দুনিয়ায়। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে স্থানীয় প্রশাসন। আর তারপরেই জানা যায়, সরকারি টাকা পাওয়ার লোভে মিথ্যে বিয়ের নাটক হল যোগীরাজ্যে (Adityanath Yogi State)।

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়ো গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আদৌ কারও বিয়ে হয়নি সেখানে। এমনকি মহিলাদের ভিড়ে শাড়ি পরে অনেক পুরুষও ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। গণবিবাহের আসরে ৫৬৮ জন যুগলের নাম বিয়ের জন্য নথিভুক্ত করা হয়েছিল। সরকারের তরফে প্রতি যুগলের ৫১ হাজার টাকা করে ধার্য করা হয়েছিল। বিয়ে সম্পন্ন হলে ৩৫ হাজার টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়। এছাড়া প্রায় দশ হাজার টাকার বেশি বর কনের প্রাপ্য বলে ঘোষণা করা হয়। উপহার আর সরকারি টাকার লোভেই মিথ্যে বিয়ের নাটক বলে জানা যাচ্ছে। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে এত বড় একটা চক্রান্ত কি সরকারি আধিকারিকদের অজান্তেই ঘটে গেল নাকি তারা সব জেনেই এই আর্থিক দুর্নীতিতে সামিল? আট জন মহিলা সহ অ্যাডিশনাল ডেভেলপমেন্ট অফিসার সুনীর কুমার যাদবের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর কারা কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত আছেন তার তদন্ত শুরু হয়েছে।


Related articles

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...
Exit mobile version