Wednesday, May 14, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় পেয়েই ঈশান কিষাণকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়, কী বললেন তিনি?

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় পেতেই সিরিজের ফলাফল ১-১। আর এরপই দলের কোচ রাহুল দ্রাবিড়ের কাছে এল দুটি প্রশ্ন। ঈশান কিষাণ কোথায়? বিরাট কোহলি কি শেষ তিনটি টেস্ট খেলবেন? ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয় দুই ক্রিকেটারকে নিয়ে। যদিও এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

প্রথম দুই টেস্টের পর, শ্রীকর ভরতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। স্বাভাবিক ভাবেই খোঁজ শুরু হয়েছে ঈশানের। দক্ষিণ আফ্রিকা থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে আসা তরুণ ক্রিকেটারের খোঁজ নেই তারপর থেকে। জাতীয় নির্বাচকেরা তাঁকে রঞ্জিট্রফি খেলতে বললেও কানে তোলেননি ঈশান। খেলেননি রঞ্জি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের দলে তাঁকে রাখা হয়নি।সিরিজের শেষ তিনটি টেস্টের দলে কি দেখা যাবে ঈশানকে? এর উত্তরে দ্রাবিড় বলেন , ‘‘যে কারও ফিরে আসার উপায় আছে। আমরা কাউকে কিছু থেকে বাদ দিয়ে দিয়েছি এমন নয়। আবার ঈশানকে নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইছি না। আমার পক্ষে যতটা ব্যাখ্যা করা সম্ভব, তা আগেই করেছি। ঈশান আমাদের কাছে বিরতি চেয়েছিল। আমরা খুশি মনে ওকে বিরতি দিয়েছিলাম।’’ এরপরই দ্রাবিড় বলেন, “ যখন ও খেলার জন্য প্রস্তুত হবে, তখনই ফিরবে। আমি বলছি না ওকে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে। বলতে চাইছি, নিজেকে তৈরি করতে পারলে ওকে কিছু ক্রিকেট খেলতে হবে। তারপরেই ফিরে আসতে পারবে। ওকেই পছন্দ করতে হবে। আমরা ওকে কোনও কিছু করার জন্য বাধ্য করতে চাই না। আমাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে।’’

এদিকে বিরাট প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “ আমার মতে, প্রশ্নটা নির্বাচকদের করলে ভাল হয়। আমি নিশ্চিত শেষ তিন টেস্টের দল ঘোষণার আগে এ ব্যাপারে উত্তর দেওয়ার ওরাই সেরা ব্যক্তি। মনে হয় কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করা হবে। তার আগে আমরা ওর সঙ্গে নিশ্চিত ভাবে কথা বলে নেব।”

আরও পড়ুন- ‘গোওওলললল… ইসকা নাম হ্যায় মোহনবাগান’, ডার্বির পর ভাইরাল ছোট্ট বাগান সমর্থকের ভিডিও, মন কেড়েছে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদেরও

Related articles

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৪ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...
Exit mobile version