Wednesday, May 14, 2025

নিয়োগ মামলায় চাকরি প্রার্থীদের পক্ষে সওয়াল করতে গিয়ে সিবিআই-কে তু.লোধনা কল্যাণের

Date:

হাইকোর্টে সিবিআইকে তুলোধনা করলেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তিপূর্ণ ধারাল সওয়ালেই কার্যত আটকে গেল সিবিআই তদন্ত। ডিভিশন বেঞ্চের ভূমিকাতেও সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসএসসি নিয়োগ মামলায় এদিন চাকরি হারানোর পরে ফের চাকরি ফিরে পাওয়া প্রার্থীদের একাংশের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন, সিবিআইয়ের এই অবস্থানের আমরা তীব্র বিরোধিতা করছি। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সোমবার। রীতিমতো উষ্মা প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই হুবহু আচরণ করছে ডিভিশন বেঞ্চ। পার্থক্য শুধু একটা জায়গাতেই, বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় বেঁধে দিয়ে গ্রেফতার করতে বলতেন। কিন্তু ডিভিশন বেঞ্চ সেটা বলছে না। সিঙ্গল বেঞ্চে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই যা বলত,সেটাই শোনা হতো। এখানেও সেটাই হচ্ছে।

এদিন আদালত নির্দেশ দিয়েছে, যাঁরা নিজেদের ওএমআর শিট দেখতে চান তাঁদের মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। এস এস সি এবং সিবি আইয়ের নথি কেউ দেখতে চাইলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে। মামলার পরের শুনানি ১৯ ফেব্রুয়ারি।

আরও পড়ুন- উন্নয়ন নয় চক্রা.ন্তের রাজনীতি, নাটক করতেই দিল্লিতে ছুটেছে! শুভেন্দুকে তো.প কুণালের

Related articles

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...
Exit mobile version