প্যান আধার লিঙ্ক: ৭ মাসে জরিমানা বাবদ কেন্দ্রের আয় ৬০১.৯৭ কোটি টাকা

সাধারণ মানুষের পকেট কেটে রাজকোষ ভরছে কেন্দ্রের মোদি সরকার। নির্ধারিত সময়ে প্যান আধার লিঙ্ক না করায় সাধারণ মানুষের কাছ থেকে জরিমানা বাবদ প্রায় ৬০২ কোটি টাকা আয় করেছে মোদি সরকার। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টেই প্রকাশ্যে এলো এই তথ্য।

সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, দেশে প্যান আধার লিঙ্ক করার সময়সীমা ছিল ৩০ জুন ২০২৩। এই সময় সীমার পর ৩১ জানুয়ারী ২০২৪ পর্যন্ত যারা নতুন করে লিঙ্ক করেছেন তাঁদের থেকে জরিমানা বাবদ আদায় হয়েছে ৬০১ কোটি ৯৭ লক্ষ টাকা। উল্লেখ্য, প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে এই লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় এক হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়। এছাড়াও তৃণমূল কংগ্রেস সাংসদ জানতে চেয়েছিলেন, এখনও প্যানের সাথে কত আধার লিঙ্ক করা হয়নি? জবাবে মন্ত্রী জানান, ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আধারের সাথে সংযুক্ত নয় এমন প্যান-এর সংখ্যা, অব্যাহতিপ্রাপ্ত বিভাগগুলি বাদ দিয়ে, ১১.৪৮ কোটি।