Saturday, August 23, 2025

সাতসকালে চাকা খুলে বিপত্তি! নাগেরবাজারে দুর্ঘটনার কবলে পুলকার, আহত চালক

Date:

গাড়ির চাকা খুলে বিপত্তি! সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই গাড়ি দুর্ঘটনা দমদমের (Dum Dum)  নাগেরবাজারে (Nagerbazar)। সূত্রের খবর, এদিন সকালের দিকে নাগেরবাজারের ডায়মন্ড প্লাজার (Diamond Plaza) কাছে একটি পুলকারের (Pool Car) চাকা খুলে যায়। এরপরই উল্টে যায় গাড়িটি। মূলত এদিন সকালে পুলকারটি অত্যন্ত দ্রুত গতিতে স্কুলের বাচ্চাদের নেওয়ার জন্য আসছিল। ডায়মন্ড প্লাজার কাছে আসতেই গাড়ির চাকা খুলে যায়। আর তখনই একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে আচমকা উল্টে যায় পুলকারটি। স্থানীয় সূত্রে খবর, এদিন নাগেরবাজার থেকে শ্যামনগরের দিকে যাওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ সূত্রে খবর, গাড়িতে কোনও স্কুল পড়ুয়া না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু দুর্ঘটনার জেরে চালক আহত হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার সকালে আচমকা এমন দুর্ঘটনায় নাগেরবাজারের ওই ব্যস্ততম এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। তবে প্রথমে স্থানীয় এবং পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ যান চলাচল ব্যহত হওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে স্কুল পড়ুয়ারা থাকলে বড় কোনও বিপদ হয়ে যেতে পারত। তবে চালকের সামান্য চোট লেগেছে। তাঁকে নাগেরবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় নাগেরবাজার থানার পুলিশ। আচমকা কীভাবে গাড়ির চাকা খুলল বা এর পিছনে অন্য কোনও রহস্য আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version