Monday, November 17, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েও খুশি নন রোহিত, কিন্তু কেন ?

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ১০৬ রানে হারায় রোহিত শর্মার দল। সিরিজে সমতা ফেরালেও এই জয়ে খুশই হতে পারছেন না ভারত অধিনায়ক। তার মতে এখনও বাকি তিন ম্যাচ। সিরিজ পকেটে পুরতে হলে জিততে হবে আরও দুটি ম্যাচে। কিন্তু এরই মাঝে দলে ফাঁক ফোকড় খুঁজে পেয়েছেন রোহিত। সেগুলোই ভরাট করা লক্ষ্য তাঁর।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ দলের বেশ কয়েক জন ব্যাটারের ইনিংসের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু তারা বড় রান করতে পারেনি। এটা করলে হবে না। আমি জানি, ওদের অনেকেরই বয়স অল্প। ওরা বেশি দিন ধরে খেলছে না। কিন্তু তারপরেও বুঝতে হবে যে টেস্টে ভাল করতে হলে বড় রান করতে হবে। এক বা দু’জনের উপর ভরসা করলে হবে না।” তবে টিম ইন্ডিয়া যেভাবে ম্যাচে ফিরে এসেছে তাতে খুশি রোহিত। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “ইংল্যান্ড শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জেতা সহজ ছিল না। বিশেষ করে আমাদের দলের অনেক ক্রিকেটারের টেস্ট বেশি খেলার অভিজ্ঞতা নেই। তারপরেও ওরা ভাল খেলেছে। আমি ওদের বলেছি, কোনও রকম চাপ না নিয়ে খেলতে। ওরা খেলা উপভোগ করেছে। সেটাই আসল।”

তবে আলাদা করে প্রসংশা করলেন যশস্বী জসওয়াল এবং যশপ্রীত বুমরাহর। রোহিত বলেন, “ বুমরাহ এমন একজন বোলার যাকে যে কোনও সময় বল করতে পাঠিয়ে দেওয়া যায়। ও নিজের কাজটা করে। যশস্বী প্রথম ইনিংসে অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ও প্রতিভাবান। সবে দলে এসেছে। এখনও দলকে অনেক কিছু দেওয়ার আছে। শুধু বলব, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে মাটিতে পা রাখতে।”

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠেছে ভারত।ভারত-ইংল্যান্ড টেস্টের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোহিত শর্মার দল। ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২.৭৭। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০।

আরও পড়ুন- শহরে চলে এলেন লাল-হলুদের নতুন বিদেশি


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version