বাজেট অধিবেশন শুরুর দিনই বিধানসভার বাইরে বিক্ষোভে SLST চাকরিপ্রার্থীরা

বিধানসভার নিরাপত্তার স্বার্থে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। তাই বিক্ষোভ জমাট বাঁধার আগেই বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়

সোমবার রাজ্য বাজেট অধিবেশন শুরুর দিনই গেটের বাইরে তুমুল বিক্ষোভ। বিক্ষোভে শামিল হয়েছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তবে বিধানসভার নিরাপত্তার স্বার্থে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। তাই বিক্ষোভ জমাট বাঁধার আগেই বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়। যা নিয়ে পুলিশের সঙ্গে সামান্য ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, আজ সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। আগমী ৮ ফেব্রুয়ারি বাজেট পেশ। গতবারের অধিবেশনে নজিরবিহীন অশান্তির কথা মাথায় রেখে এবার বিধানসভা চত্বরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড। নিরাপত্তারক্ষীর সংখ্য়াও বেড়েছে। মন্ত্রী, বিধায়কদের নিজেদের পরিচয়পত্র দেখিয়ে বিধানসভায় প্রবেশ করতে হবে। এই মর্মে ১৬ দফা নির্দেশিকা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।


Previous articleSLST চাকরি জট খোলার আর্জি, হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক কুণালের
Next articleভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া